অজানা নদী

রকিব লিখন ২৩ সেপ্টেম্বর ২০১৩, সোমবার, ১০:৫৬:২৭অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

জাগতিক কত বাসনা আসে মনে আব্রু বাতাসে
মাছরাঙা পাখির মত টুপঝাপ ঝড়ে স্বপ্নগুণিন
কাক হয় কোকিল; কোকিল হয় বাগহীন; রুদ্ধ
বৃদ্ধ বসে ভাবে আবার কবে আসিবে মনবসন্ত
ঝরা পালক ঝড়ে পড়ে শীতলক্ষ্যার বুক হতে
নিশিদিন কাঁদে বিরহী ডাহুক; রাত্রির নরকে
মন পিয়ালায় অজস্র আঁকিঝুকি স্বপ্ন পোস্টার
নদীর মোহনায় খোঁজে মিলনের সুখ নিবাস
আমার স্বপ্নচলা পথে বাঁধা হয় বাসরী রাধা
বৃন্দাবনে কৃষ্ণ; আমার কাছে রাধা আসে
মহান দেবতা জিউজ রাজ্যকে ভেবে তুচ্ছ বাস
অকারণে নাও ভাসায় কাল যমুনার গহীন বুকে
আমিও ভাবি কিছু সুখ আপন করে চলে যাক
অজানা নদীর বুকে...............................

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ