স্বপ্নদ্বীপের বনজ্যোৎস্না

ছাইরাছ হেলাল ৩১ মার্চ ২০১৬, বৃহস্পতিবার, ১১:৫৭:০৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৬ মন্তব্য

DSC_5878 [640x480]

নদীর দু’কুলেও কুল থাকে
কুলে থাকে উপচানো সবুজের ভীর
মেঠো পথ, দেশোয়ারী সুর।

মনেরও কি থাকে কুল, দু’কুল? মেঠো পথ? রাখালীয়া বাঁশি?
প্রলাপ প্রলেপে অকারণ ওঠে মেতে অনুর্বর অনিদ্রারোগীর মনমৃত্তিকা
চোখে দুঃখ-বেধা দীঘল পথে ভরা বর্ষা,
ঐ-তো ঐ দারুচিনির দ্বীপ, স্বপ্নদ্বীপ;
ঝর্ণাজলে ভেসে থাকা টলটলে জ্যোৎস্নাসবুজ দ্বীপ,
পদব্রজে নয়, গুটিগুটি পায়ে হেঁটে হেঁটে বহুদীর্ঘ পথ পেছনে ফেলে
এদ্দুর এসে পৌঁছেছি, ডুব সাঁতারের শেষে,
বিথীপথের বিন্যস্ত চিরহরিৎ বনে।

হয়ত ঐ
আড়াল সবুজে গোপন করে পড়ে আছে উত্তাল পেশীর আদিম বন্যতার
বাঁধভাঙ্গা ভাঙ্গাবাধের জোয়ার জল,
বা অপেক্ষায় থাকা দেব শিশুর ঝাঁপিয়ে পড়া খটখটে মধুর হাসি,
আগাছায় ভরে ওঠা উর্বর জমি,
অধরা, আবশ্যিক সেতু, প্রতীক্ষা পুরাণ অসংখ্য নূতনদিনের ভিড়ে স্ফীত কোলাহলে।

এওতো নয় জেনেছি দৈবাৎ!
ডুবে আছে দু’চোখ, আবিষ্ট শৃঙ্খলিত বোবাকালা আরণ্য হরিতানন্দে,

0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ