আমি সবসময়ই প্রেমের পক্ষে, নির্ভেজাল ভালোবাসার পক্ষে মানুষের! মূলত ভালোবাসার কথা, প্রেমের কথা এই দারুণ আকালে, দারুণ দুর্দিনেও অবলীলায় বলে যেতে পারি তাই, বলে যেতে পারি সমসাময়িক বৈরিতা, ঘৃণ্য হিংস্রতার ধ্বংসস্তূপে দাঁড়িয়েও! কেনোনা হৃদয় থেকে হৃদয় চোখ রেখে আমিও দেখেছি, দেখেছি একমাত্র প্রেমেই সমস্যার প্রকৃত সমাধান নিহিত, সম্ভব ভালোবেসেই।

কেনোনা মানুষ বড় প্রেমহীনতায় ভুগছে, ভুগছে মানবিকভাবে ভালোবাসাহীনতায়। মানুষ ভুলে গেছে তাই মানুষকে ভালোবাসতে, ভুলে যাচ্ছে পরম প্রেমে বুকে টেনে নিতেও, ভুলে যাচ্ছে বড়! মানুষ ভুলে যাচ্ছে হাতে হাত রেখে হৃদয়ের সমান্তরালে হাঁটতে, ভুলে যাচ্ছে ভালোবেসে ভালোবাসার কথাও বলতে!

তাইতো এই দুর্দিনে, এই দুঃসহ ক্রান্তিলগ্নে আমি ভালোবাসা হাতেই এবার মানুষের কাতারে দাঁড়াতে চাই, দাঁড়াতে চাই হৃদয় উজাড় করা সবটুকু প্রেম দু’হাতে নিয়েও! কেনোনা এই ভালোবাসা, এই প্রেমটুকু নেই বলেই আজো মানুষ পুড়িয়ে দেয় মানুষকে, পুড়িয়ে দেয় পরম পবিত্র মানবতাকেও!

১৭ ডিসেম্বর ২০১৩
শেষ বিকেল, উত্তরা।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ