ধীরে ! অতি ধীরে আসছে ফেব্রুয়ারী

স্বপ্ন নীলা ৩১ জানুয়ারি ২০১৫, শনিবার, ০৯:২০:২৫পূর্বাহ্ন বিবিধ ৩২ মন্তব্য

মা বাংলা ভাষাতেই মমতা প্রকাশ করে--আদর করে তার সন্তানদের বাংলা নামেই ডাকে--স্বজনরা মিষ্টির হাড়িতে দই মিষ্টি নিয়ে আত্নীয়দের বাড়িতে যেয়ে মিষ্টি একটি হাসিতে কুশল বিনিময় করে--যেন ঐ মিষ্টির হাড়িতেও বাংলা ভাষা বসে মিট মিট করে হাসে আর বসে বসে দই মিষ্টি খায়, এই ভাষাতেই স্বজনদের মধ্যে বন্ধন দৃঢ় হতে দৃঢ়তর হয়। বাংলা ভাষা মগজের কোষে কোষে প্রবেশ করে আমাদের ভাল আর মন্দের দিকটা দেখিয়ে দেয়-----

সমান্তরাল রাস্তা দিয়ে যখন রেলগাড়ি চলে তখন এই বাংলা ভাষাতেই ঝনঝন শব্দ করে এগিয়ে চলে---আর হুমম যদি একটু এদিক ওদিক হওয়া যায় তাহলেই কিন্তু রেলগাড়ির নীচে পড়ে আলুর দম-----কবি/লেখকরা প্রাণের কথাগুলো প্রকৃতির রঙে সাজিয়ে নিজস্ব ঢংয়ে লিখে ফেলে কত গল্প,কত কবিতা আর প্রবন্ধ---কিশোর /কিশোরীর, ভাই/বোনের দুষ্টমীতেও বাংলা ভাষার মমতা ঝরে পড়ে--প্রেমিক আর প্রেমিকার চোখে ভালবাসা ঢেউ তোলে বাংলা ভাষা। জারি,সারি ভাটিয়ালী, ভাওয়াইয়া, আধুনিক, দেশাত্ববোধক, নজরুল আর রবী ঠাকুরের গানে ঝংকার দিয়ে উঠে বাংলা ভাষার টান----

বাংলা ভাষাতে কথা বললে মনের সব জানালা খুলে যায়, বাতাস আসা যাওয়া করে জানালা ভেদ করে --আর বাংলা ভাষায় দুরন্ত ছন্দে বাতাস রসিকতা করে ধানের শীষকে নাড়িয়ে দিয়ে যায়, পাখি বাংলা ভাষাতেই গান করে হিজল তমালের ডালে, ফুলেরা মিষ্টি হেসে বাংলা ভাষাতেই বলে আজকের আমার সব সৌন্দর্য্য এই বাংলাদেশের সব মানুষের জন্য---আমি ফুলের কানে কানে বলি ওগো ফুল ! বল বিশ্বের সব মানুষের জন্য !! ফুল হাসে আর হাসে---মায়ের হাসিতে, শিশুর কথায় বাংলা ভাষা যেন ঝর্ণার গানের মত ঝরে পরে---আমার ভাষা আমার সম্পদ---বাংলা ভাষায় আমার শান্তি-----

আসছে !! ধীরে ধীরে ফেব্রুয়ারী -- আস তুমি আস !!! কিন্তু তুমি কি জান তোমায় আমরা প্রাণে ধারন করি বারটি মাস--তুমি মিশে আছো বাংলার মানুষের মনে---তোমায় এখন সম্মান জানায় সারা বিশ্বের মানুষ !! ওগো আমার প্রাণের ভাষা -- তোমার সাথেই তো আমার যত প্রেম-- ভালবাসি অন্তর থেকে ---

অনুরোধঃ যারা বিদেশে আছেন --দয়া করে ঘরে অন্তত বাংলা ভাষাতেই কথা বলুন, যারা ইংরেজী মাধ্যমে শিশুদের পড়াচ্ছেন তারা শিশুদেরকে বই মেলায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন---বাংলায় গল্পের বই পড়তে উৎসাহিত করুন--যারা কিশোর তাদেরকে বাংলা সাহিত্যের কবি সাহিত্যিকদের গল্প শোনান-পড়ার অবসরে তাদেরকে উক্ত গল্পের বই পড়তে উৎসাহিত করুন-----দেখবেন বাংলা সাহিত্য পড়তে পড়তে তারা মাদক নামক ভয়ংকর নেশাকে ভুলে যাবে---তাদের অন্তরে স্থান করে নিবে মানবতা--তাদের মনের ভেতর প্রতিধ্বনিত হতে থাকবে “মানুষ মানুষের জন্য---”

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ