খুউব ইচ্ছে করে

ছাইরাছ হেলাল ১৪ অক্টোবর ২০১৫, বুধবার, ০৪:০০:৪৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৬৭ মন্তব্য

ইচ্ছে হয় মেষপালক হই, দিনমান ঘুরিফিরি মেষদের সাথে সাথে
মাঠ বা উপত্যকার প্রান্ত থেকে প্রান্তরে, গ্রীষ্ম বর্ষা শীত বসন্তের
মেষশাবকদের কোলে তুলে রাখি;
ইচ্ছে করে তৃষিত কাক হতে, কলসে পাথর ফেলে জল পান।
কবি হতে ইচ্ছে করে, স্বভাব কবি, মায়া মায়া ভাব নিয়ে ছ্যাঁৎ করে
নামিয়ে নেব যখন-তখন মহামায়ার পরম প্রেম উপচানো জড়াজড়িময় কবিতা সমগ্র,
ভ্যান চালকের এসিস্টান্ট হতে খুব ইচ্ছে করে,
খলি ভ্যানে পিছন ফিরে পা ঝুলিয়ে বসে ...আলাল ও দুলাল আলাল ও দুলাল গাইতে ইচ্ছে করে সি শার্পে।
ধুন্ধুমার উরুভুরু শরীরের কাঁপন দেখে, থমকে দাঁড়িয়ে সিটি বাজাতে ইচ্ছে করে।
রুটিনহীনতার ছংবং ভালোবাসা এবার প্রবাস নিয়েছে বিবাগীর বেশে,
ইচ্ছে করে হই এবার উশৃঙ্খল বিশৃঙ্খল।
পাঁজরের খাঁচায় চাক বেঁধে গুঞ্জন করছে হাজার বিজার মৌমাছি,
পতঙ্গের বেশুমার ডানা আজ গতি রহিত, রানী মৌমাছিটিকে খুউব দেখতে ইচ্ছে করে;
বিরিক্ষহীন নিজের অন্তঃকরণের গহীন আধারে স্পার্কের মত ক্রোধের ম্রিয়মাণ ফুলকি দেখতে পাই,
ফুঁ দিয়ে আগুন জ্বালাতে ইচ্ছে করে,  ইচ্ছে করে প্রজাপতি হই;

0 Shares

৬৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ