আবর্ত

নীলাঞ্জনা নীলা ১২ জুন ২০১৭, সোমবার, ০৯:২৫:২১পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২২ মন্তব্য

আমি মানে শূন্যতা...

চোখের নীল আভা
সে তো কবেই বিদায় নিয়েছে
এখন নীলের পরিবর্তে
চোখের নীচে কালির স্পট
হৃদয়ে ক্যান্সার
হাতে ইঞ্জেকশন
কলংকিত ঠোঁট
তারপরও ভালোবাসো ?
নাকি করুনা --
অভিনয় !

অবশ্য যাই করোনা কেন
ক্ষতির কোনো সম্ভাবনাই নেই
যে মানুষ ক্ষতকে ভালোবাসে
তার আবার ক্ষতি ?

আর বোলোনা ওভাবে ---
“সপ্তপর্ণা ! তুমি আমার প্রতীক্ষার তেরোটি বছর !"
আশ্চর্য যা আমি শুনতে পাবোনা
কোনোদিন!!

**পুরোনো একটা লেখা দিলাম। বসতে পারছিনা, তাই লিখতেও পারছিনা। ভালো থাকুন সকলে।**

শমশেরনগর চা' বাগান,মৌলভীবাজার
আগষ্ট, ১৯৯১ ইং ।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ