সে আসে ধীরে!
সে আসে ঘুমন্ত ফুসফুসের শ্বাস -প্রশ্বাসের মত ধীরে!
রাতের গভীরতার সাথে সাথে সে বেড়ে উঠে। নিশিরাতের পালছেড়া কুকুরের ব্যস্ততাহীন চোখের মত সে জেগে থাকে। সে অপেক্ষায় থাকে আমার ভেতরে স্বাধীন হবার।
চোখ বন্ধ করলেই আজকাল চাঁদনী রাতেও নামে রাজ্যের অন্ধকার। নিভে যাওয়া দেয়াশলাইয়ের কাঠিতে জেগে থাকো তুমি আগুনের শেষ লাল স্ফুলিঙ্গ হয়ে।

তোমার নিঃশ্বাসে বিশুদ্ধ ভালবাসার উঞ্চ বাতাস, আমি অক্সিজেন ভেবে ভর্তি করে রাখি আমার ফুসফুস।
ঘুমিয়ে পড়াটা কতটা সহজ আজকাল!
বাতি নিবিয়ে চোখ বন্ধ করে রাখা।।
নির্ঘুম অন্ধকার ঘরে সে আসে ধীরে, সে আসে সবার অজান্তে আমার খুব কাছে!

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ