ভাবনাহীন কেন?

মোঃ মজিবর রহমান ৬ এপ্রিল ২০১৯, শনিবার, ১১:৫৫:৫১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য

সকলে সম্পদ নিয়া কাড়াকাড়ি

মানুষ খুনাখুনি আর হুড়াহুড়ি

মান নায় , জান নায়,

সম্পদ পরে রয়।

 

আজ যে সম্পদ আমার

মরার পর  হবে কাহার,

আজ যাহা কর ভাবি প্রজন্মের

তাহা তাহার তাঁর নিশ্চতা কি নিশ্চিত।

 

জিবনান্তে জীবন মুল্যহীন মরে লাশ

তয় কর কেন বড়ায়ে সবারে সর্বনাশ।

চুরি, লুজ্জামী, সন্ত্রাসী ঘুষ ক্ষমতার মহড়া

রটে রবে মানুষে মানুষে নষ্টামি কুৎসা।

 

আমরা সবাই বয়স্ক হব,

অন্যের সাহ্যায্য প্রাথী হব,

অন্যের পায়ে চলব

অন্যের হাতে খাব!

তবুও ভাবনাহীন কেন?

মেহেদী ভাইয়ের আত্মোপলব্ধি থেকে লেখা।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ