অ-দেখা ঠিকানা

সাবিনা ইয়াসমিন ২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার, ০৯:২৩:৩৩অপরাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য

যেদিন পৃথিবী-গ্রহে রেখেছিলে পা,
আমি তখন গ্রহ-নক্ষত্রের সৃষ্টিকর্তার
অপরূপ বনে বাগান-প্রজাপতি হয়ে ভাসছিলাম ।

সীমাহীন দূরত্ব ছিলো হয়তো,
দেখিনি তাই আমরা কেউ কাউকে ।
তুমি জানতে না আমায়,,
আমিও রাখিনি তোমার ঠিকানা।

নিয়তির লিখন লেখা খামটি হাতে-কপালে এঁকে
যখন এলাম আমি এই ধরণীতে,
হাজারো কর্তব্য পূরণের ভিড়ে
খাম খুলে দেখার হয়নি অবকাশ ।
সেখানে কি ছিল তোমার ঠিকানা ??

তুমি চলে গেছো বহুদূর,,
পথের ভাঁজে ভাঁজে রেখেছ তোমার পদচিহ্ন ।
তোমার হৃদয়ের শত-সহস্র প্রকোষ্ঠ মাঝে
একটি প্রকোষ্ঠ প্রতিনিয়ত শূন্য রেখেছো,,কেন ?

তুমি জানতে আমি আসবো বসত গড়বো
তোমার ভেতর,,যেমনটি গড়েছ তুমিও ।

দেখা হয়নি, হয়তো হবে না
স্মৃতির পাতায় লেখা হবে না একটি বিকেল
অথবা আধো সন্ধ্যার গল্প,,
শুভদিনে শুভক্ষণের প্রস্তুতির পূর্বেই
হৃদয়ে যার বসতি গড়েছে
নাই-বা দেখলাম তারে নয়নে নয়ন রেখে ।

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ