অদৃশ্য আগুন্তক

কৃষ্ণমানব ৫ ফেব্রুয়ারি ২০১৫, বৃহস্পতিবার, ০১:০২:৩৯অপরাহ্ন বিবিধ ৯ মন্তব্য

পরিচিত লোকদের
কাছে ও প্রয়োজন
ফুরিয়ে গিয়েছে ।

খুব কাছের লোকটির
কাছে যে ভালোবাসার
প্রয়োজন , সময়ের
দাবিতে তাও
হারিয়ে গিয়েছে ।

আচ্ছা , বলতো
ভালোবাসা কি
কেবলমাত্র প্রয়োজনের
তাগিদেই হয়?

নাকি অস্তিত্বের সংকটে ?

হয়তবা ভালোবাসা আছে !

কিন্তু ঐ রকম
প্রচ্ছন্ন ভালোবাসা ,
ফর্মালিটি ,
কিংবা গভীর ঔদাসীন্যে
মোড়া ভালোবাসা দিয়ে
জীবন আদৌ কি চলে ???

জবাব দেবে ?

আচ্ছা ,
একটু ভেবে বলবে,,
ছেলেটার কাছে ও
কি তার জীবনটা
এতোটাই অপ্রয়োজনীয় ??

সেতো মরতে চায়না ,
কিংবা ফুরিয়ে
যেতে চায়না ।

সে কখনো বুড়ো হবে না ।

তবুও কেণ
মৃত্যু সমপরিমান
এই নির্জন অন্ধকারে
সে হারিয়ে গেল ??

এই একঘেয়ামীটা
সে কখনোই মেনে
নিতে পারছে না ....

এই জীবনের একটা
সত্যিকারের অর্থ
খুঁজে বের করা দরকার !

অর্থ পাওয়া যাক
বা না যাক !

সেই খোঁজাটা যেন
না ফুরিয়ে যায় .........

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ