আবার খেলা-খেলার মাঠে

ছাইরাছ হেলাল ২৯ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১০:৪৬:০০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

চির-হরিৎ-বনের মায়া পেছনে ফেলে
তিনি আবার খেলতে যাবেন
সবুজ মাঠের খেলুড়ে হবেন;

যাবে কী যাবে না, খেলবে কী খেলবে না
সে এক প্রশ্নবিদ্ধ প্রশ্ন-চিহ্ন,
যদিও খেলা-ইচ্ছে প্রগাঢ়;

উফ সেই সব খেলা-দিন,
দিনে-দিনে-রাত অব্দি
নিস্তার পায়নি! নিস্তার নেয়নি;

ডাকছে আবার খেলা-সাথি/সাথিরা,
ভয় হয়, দু'যুগের বিরতিতে
হুট করে মাঠে নেমে টেঁসে যাব না-কী!!
ছিঁড়ে-ফিড়ে চিরে-চ্যাপ্টা হয়ে যাব না-তো!
উফ কত দিন খেলা-খেলি না, খেলা দেখি-না!!

নাহ সে আর খেলবে না,
সে অবশ্যই খেলবে।

অভুক্ত-হৃদয়ে খেলতে মন্দ লাগে-নি,
শুধু পা-টা একটু মসকে গেছে;
আর যাচ্ছিনে, ঐ ওর/ওদের ডাকে,
ঐ মাঠে, কিন্তু যেতে যে খু-উ-ব ইচ্ছে করে।
সেই যে কুয়াশাময় দীঘি-বালিকা
আমায় ডাকে, ক্রীড়াকতরতার দিকে বারে, বারে!!

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ