:@ :@ :@ মানব চিড়িয়ার একটি ভুল

 

আপনি  কি এক প্রকার চিড়িয়াখানার চিড়িয়া? মনে হয় কেহই সেটা নিজেকে মনে করবে না!

তবে কেন নিজেদের প্রশ্ন বিদ্ধ করতে এভাবে চাইছি ?

সচেতন হতে কি আমাদের মন চায় না,আমরা কি পারিনা আগামীর প্রজন্ম কে ভালো একটা কিছু শিক্ষা দিতে!! ভাবছেন ভুল তো অনেক করছি কিন্তু সকাল কিসের কথা বলছে ?

যদি বুজতে চান তাহলে মন দিয়ে পড়তে ধাকুন আশা করি উপকৃত হবেন!

ভ্রমন একটি গুরুত্বপুণ্য বিষয় আমাদের জীবনে সবাই কম বা বেশি করেই থাকি

হয়তো সেটা শহরে কিংবা মফস্বল বা গ্রামে যেখানে যাই না কেন বাহন হিসাবে একটা যান্ত্রিক যান তো থাকেই সেটা বড় ধরণের ভিলাস বহুল বাস কিংবা ছোট খাটো রিক্সা ও হতেই পারে!

ভ্রমণ রত অবস্থায় আমরা ছাগলের মতো কখন পান চাবাই কিংবা বান্দর এঁর মতো বাদাম চাবাই

মুখের এই যাবর কাটার মাঝে যেই ভুল টা করি তা আমাদের সেই সব প্রানিদের সাথে তুলনা করতে

বাধ্য করে যারা এই ভুলটা নিজের ইচ্ছায় করে না কিন্তু আমরা তা নিজের ইচ্ছায় করি!!

হুমমমমম সেটাই যেটা আপনি ভাবছেন ওই চকলেট এঁর ছোটো প্যাকেট থেকে শুরু করে বাদামের ছোলা,ঝাল মুড়ির ওই কাগজ টা,চুইঙ্গাম এঁর এআঁটসাঁটও পরিতেক্ত

অংশ টা, চিপস এই প্যাকেট টা যেটা কিছু সময় আগে আপনি ফেলে দিলেন যত্রতত্র

ভাবে আপনার চলিতো বাহনটার ভিতর!

তখন কি বিষয় এটা ধারালো না যে আমরা বাথরুম সেরে নিজ হাতে পায়খানা গুলো নিজের মন মানসিকতা উপর লাগাচ্ছি!

আর কত নোরা হলে আমরা অনুভব করবো কি ধুরঘন্ধের মাঝে নিজেকে ভিলিয়ে দিচ্ছি,

নষ্ট করছি কচিকচি সরল ওই ছোট্ট সোনামণিদের মন যা আমাদের দেখাদেখি তারাও শিখছে

আসুন নিজে সচেতন হই অপরকে সচেতন করি ময়লা,আবর্জনা, নিদিষ্ট স্থানে ফেলে সমাজ, ওঁ পরিবেশ

পরিষ্কার , পরিছন্ন রাখি!

পরিবর্তন নিজে হই পরিবর্তন হওয়ার অঙ্গীকার করি......।।

সচেতনতায়-------  সকাল স্বপ্ন...।।!

 

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress