:@ :@ :@ মানব চিড়িয়ার একটি ভুল
আপনি কি এক প্রকার চিড়িয়াখানার চিড়িয়া? মনে হয় কেহই সেটা নিজেকে মনে করবে না!
তবে কেন নিজেদের প্রশ্ন বিদ্ধ করতে এভাবে চাইছি ?
সচেতন হতে কি আমাদের মন চায় না,আমরা কি পারিনা আগামীর প্রজন্ম কে ভালো একটা কিছু শিক্ষা দিতে!! ভাবছেন ভুল তো অনেক করছি কিন্তু সকাল কিসের কথা বলছে ?
যদি বুজতে চান তাহলে মন দিয়ে পড়তে ধাকুন আশা করি উপকৃত হবেন!
ভ্রমন একটি গুরুত্বপুণ্য বিষয় আমাদের জীবনে সবাই কম বা বেশি করেই থাকি
হয়তো সেটা শহরে কিংবা মফস্বল বা গ্রামে যেখানে যাই না কেন বাহন হিসাবে একটা যান্ত্রিক যান তো থাকেই সেটা বড় ধরণের ভিলাস বহুল বাস কিংবা ছোট খাটো রিক্সা ও হতেই পারে!
ভ্রমণ রত অবস্থায় আমরা ছাগলের মতো কখন পান চাবাই কিংবা বান্দর এঁর মতো বাদাম চাবাই
মুখের এই যাবর কাটার মাঝে যেই ভুল টা করি তা আমাদের সেই সব প্রানিদের সাথে তুলনা করতে
বাধ্য করে যারা এই ভুলটা নিজের ইচ্ছায় করে না কিন্তু আমরা তা নিজের ইচ্ছায় করি!!
হুমমমমম সেটাই যেটা আপনি ভাবছেন ওই চকলেট এঁর ছোটো প্যাকেট থেকে শুরু করে বাদামের ছোলা,ঝাল মুড়ির ওই কাগজ টা,চুইঙ্গাম এঁর এআঁটসাঁটও পরিতেক্ত
অংশ টা, চিপস এই প্যাকেট টা যেটা কিছু সময় আগে আপনি ফেলে দিলেন যত্রতত্র
ভাবে আপনার চলিতো বাহনটার ভিতর!
তখন কি বিষয় এটা ধারালো না যে আমরা বাথরুম সেরে নিজ হাতে পায়খানা গুলো নিজের মন মানসিকতা উপর লাগাচ্ছি!
আর কত নোরা হলে আমরা অনুভব করবো কি ধুরঘন্ধের মাঝে নিজেকে ভিলিয়ে দিচ্ছি,
নষ্ট করছি কচিকচি সরল ওই ছোট্ট সোনামণিদের মন যা আমাদের দেখাদেখি তারাও শিখছে
আসুন নিজে সচেতন হই অপরকে সচেতন করি ময়লা,আবর্জনা, নিদিষ্ট স্থানে ফেলে সমাজ, ওঁ পরিবেশ
পরিষ্কার , পরিছন্ন রাখি!
পরিবর্তন নিজে হই পরিবর্তন হওয়ার অঙ্গীকার করি......।।
সচেতনতায়------- সকাল স্বপ্ন...।।!
Thumbnails managed by ThumbPress
১৭টি মন্তব্য
খসড়া
সচেতনতার মূলক পোস্ট। অবশ্যই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। শুধু নিজে গায়ে সাবাম মেখে নয়। ঘরও পরিষ্কার রাখতে হবে। তাই বলে ঘর পরিষ্কার করতে যেয়ে জানালার বাইরেটা নোংরা করলে চলবে না।
সকাল স্বপ্ন
ধন্যবাদ…।। এভাবে উৎসাহিত করার জন্য…।। আপনাদের উৎসাহ আমার আগামী দিনের এগিয়ে চলার দোয়ার মতো…। আশা করি এভাবেই পাশে থাকবো ও পাবো !
আবু খায়ের আনিছ
সচেতনমূলক পোষ্ট। পরিস্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ।
স্বাগতম সোনেলায়। -{@
সকাল স্বপ্ন
ধন্যবাদ…।। এভাবে উৎসাহিত করার জন্য…।। আপনাদের উৎসাহ আমার আগামী দিনের এগিয়ে চলার দোয়ার মতো…। আশা করি এভাবেই পাশে থাকবো ও পাবো !
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলায় -{@
দারুন একটা সমাজ সচেতনতা মুলক পোষ্ট নিয়ে এলেন
আমাদের পরিবেশ সুন্দর আমাদেরকেই করতে হবে
এজন্য প্রয়োজন নিজেকে পরিবর্তন করা।
শুভকামনা, শুভ ব্লগিং।
সকাল স্বপ্ন
ধন্যবাদ…।। এভাবে উৎসাহিত করার জন্য…।। আপনাদের উৎসাহ আমার আগামী দিনের এগিয়ে চলার দোয়ার মতো…। আশা করি এভাবেই পাশে থাকবো ও পাবো !
জিসান শা ইকরাম
পোষ্ট দেয়ার এক মাস এগারো দিন পরে এসে জবাব দিলে পাঠকেরই আর উৎসাহ থাকবে না 🙂
ইলিয়াস মাসুদ
অনুভবটা করতে হবে একদম ভেতর থেকে..
স্বাগতম সোনেলায় -{@
মৌনতা রিতু
আমাদের অনুভুতি ভোতা হয়ে গেছে বলেই আমরা আমাদের চারপাশটা নোংড়া করছি। শিক্ষিত সমাজের বসতি, সরকারি কোয়ার্টারগুলোতে গেলে তো সেই ভাষায়ই হারাই আমি। বিশেষ করে কলোনিগুলো, হাসপাতালের কোয়ার্টার। মানে যার যা ইচ্ছে সে তাই করছে। মনে করে এই সমাজে সে শুধু একিই বসবাস করে। সবই তার।
যাইহোক সুন্দর সমাজ সচেতন একটা পোষ্ট। আপনাকে অভিনন্দন।
ভালো থাকুন। এবং লিখুন।
সকাল স্বপ্ন
ধন্যবাদ…।। এভাবে উৎসাহিত করার জন্য…।। আপনাদের উৎসাহ আমার আগামী দিনের এগিয়ে চলার দোয়ার মতো…। আশা করি এভাবেই পাশে থাকবো ও পাবো !
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আমি ভালো তো জগৎ ভাল এই মতে দীক্ষিত হই সবাই।সুন্দর লেখা -{@
ব্লগার সজীব
আমাদের সোনেলায় আপনাকে স্বাগতম -{@ সচেতনতা মুলক ভালো একটি পোস্ট। পাঠকদের মন্তব্যের জবাব দিতে পারছেন না? কোন সমস্যা হলে এখানেই লেখুন। জবাবে ক্লিক করে।
অনিকেত নন্দিনী
সোনেলায় স্বাগতম। -{@
জনসচেতনতা মূলক পোস্টে সোনেলায় আত্মপ্রকাশ। সবাইকেই পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ইচ্ছা পোষণ করতে হবে নইলে জঞ্জালের মধ্যে আকন্ঠ ডুবে থাকতে হবে।
অ.ট. বানানের দিকে আরেকটু যত্নবান হলে ভালো হয় নইলে এরকম একটি জনসচেতনতা মূলক পোস্ট তার ভারিক্কিপনা হারায়।
সকাল স্বপ্ন
ধন্যবাদ…।। এভাবে উৎসাহিত করার জন্য…।। আপনাদের উৎসাহ আমার আগামী দিনের এগিয়ে চলার দোয়ার মতো…। আশা করি এভাবেই পাশে থাকবো ও পাবো
চেষ্টা করবো লিখায় ভুল না রাখার—- ধন্যবাদ— সচেতনতায় …।
মুহাম্মদ আরিফ হোসেইন
চমৎকার একটা লেখা পড়লাম।
ধন্যবাদ।
সকাল স্বপ্ন
ধন্যবাদ…।। এভাবে উৎসাহিত করার জন্য…।। আপনাদের উৎসাহ আমার আগামী দিনের এগিয়ে চলার দোয়ার মতো…। আশা করি এভাবেই পাশে থাকবো ও পাবো !
সকাল স্বপ্ন
আমি দুঃখিত —— এমন হবার জন্য—– আশা করি সামনে এই সব ভুল এড়িয়ে চলবো ——
দুঃখিত জিসান মামা—–