হ্যামিলনের বাঁশি

সুপর্ণা ফাল্গুনী ৪ মে ২০২০, সোমবার, ০৩:০০:০৮অপরাহ্ন কবিতা ৩৫ মন্তব্য

একটি হ্যামিলনের বাঁশি চাই,
যে বাঁশির সুরে বিমূর্ত হবে যামিনী;
বিমূর্ত হবে অষ্টপ্রহরের ভবলীলা-
জাগ্রত হবে মানবতা, বিবেক, প্রেম।
মুছে যাবে কালিমা, জঞ্জাল;
হারিয়ে যাবে জরা-ব্যাধি, মহামারী-
সময়ের অতলান্তে।

একটি হ্যামিলনের বাঁশি চাই,
যে বাঁশিতে আনন্দের লহরী উছলে পড়বে-
ধরণীতে সমর্পিত হবে প্রণত জলাধার।
অন্তরীক্ষ সাজবে বর্ণালী ধারায় সকাল-সন্ধ্যা;
প্রকৃতির ক্যানভাসে বিচ্ছুরিত হবে রঙের প্রলেপ।
মর্ত্যলোক চির-নবীন হয়ে ফুটবে যে শুভারম্ভের জয়যাত্রায়।

হে হ্যামিলনের বাঁশি!
তোমার মদিরাক্ষীতে অধরের মদির ঢালো,
আবেশে পুলক ছড়াও ;
লোভ-লালসা, হিংসা-অহংকার ,ক্রোধ-জিঘাংসা;
বিসর্জন দাও নেশার সরোবরে;
প্রিয় বসুধাকে- পূণ্যময় করো, বাসযোগ্য করো।

0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ