হেমন্ত বন্দনা – শাপলা পদ্ম

এস.জেড বাবু ২১ অক্টোবর ২০১৯, সোমবার, ০৭:১৩:০১অপরাহ্ন কবিতা ৩৫ মন্তব্য

 

শাপলা ঝিলে ঘুড়তে যাবি ? চল-
কার্তিকের ঐ হাঁটু জলের বিলে,
পদ্ম দেখেই হাত বাড়াস না যেন
পা পিছলে পড়বি গভীর খালে।

ভাঙ্গা ডিংগি; ডানে বায়ে দুলে
বলিস যদি, আনবো টেনে তুলে,
শেওলা ভরা পিচ্ছিল ছোট মাঁচা
পা পিছলে- পড়িস না তুই ভূলে।

নীল শাড়িতে বসবি পাটাতনে
বাইবো নৌকা ভাটির টানে টানে,
উড়বে আঁচল হৈমন্তি বাতাসে
নাচবে নোলক ভাটিয়ালি গানে।

শালুক তুলিস, শাপলা কয়েক গোছা
দুই চারটে নীলচে পদ্ম ফুল,
সাঁজের আগে ফিরতে হবে নীড়ে
জল কাননে কেমনে করিস ভুল !!

ঐ যে দুরে, সুপাড়ি গাছের ডগা
ফিরতে হবে তিনশ বিঘা পথ,
ডুবছে সুরুজ, তাম্বু হলো লাল
থাকিস দুরে, সবাই কি আর সৎ !!

সখি, টোক্কা দিসনা মরা নদীর বুকে
শেষে, ঢেউ হাসবে বুকখানি ফুলিয়ে,
যদি, পাগলা ঝড়ে উড়ে আঁচলখানি
তখন, লজ্জাটুকুন সামলাবি কি দিয়ে !

-০-

২১/১০/২০১৯

ছবি- নেট থেকে

0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ