হারিয়ে যাচ্ছি

আলমগীর সরকার লিটন ২৪ আগস্ট ২০২১, মঙ্গলবার, ১১:৫০:৩৫পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য

আমরা কোথায় হারিয়ে যাচ্ছি

নিজেরাই ভাল করে জানি না-
খাড়াই- পাকিস্তান, আফগান, তালেবান
এমনকি ইন্ডিয়া কলকাতা, আমিরেকা
অথচ লক্ষ কোটি রক্ত গড়া-
দেশ মা ভাাবিই না!
 ‍শুধু শুধু ভাইয়ে- ভাইয়ে বিদ্বেষ
মারামারি, ফাটাফাটি, দলাদলি-
এই নিয়েই চলছি- কোথায় আছি?
তাও সঠিক জানার চেষ্টাও করি না;
এই তো স্বপ্নের ঘুমে বিভোর রাত্রি
জেগে জেগে রস মঞ্জরি প্রেমে থাকি!
এই হয়ে যাচ্ছি ভিনদেশী, প্রবাসী
যাক বাবা মরার খবরও রাখি না-
কে বলে, কে দেয় উত্তর! বলো !
কোথায় যাচ্ছি তো যাচ্ছি, হারিয়ে যাচ্ছি?

০৯ ভাদ্র ১৪২৮, ২৪ আগস্ট ২১

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ