হারিয়ে যাওয়া দিনগুলো

স্বপ্নচারী ৩০ সেপ্টেম্বর ২০১৪, মঙ্গলবার, ০২:৫০:০১অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

জানিস মুনিয়া,
আজ বিকালে তোদের বাড়ি ঘুরে এলাম ...
হেঁটেই গেলাম ...
জানিস যে ছোট্ট সাইকেলটা আমরা চালাতাম,
সেটায় এখন জং ধরেছে ...
তাই আর ওটা নিয়ে যাইনি...
ভাবলাম তোদের বারান্দাটা নোংরা করব না ,
সাথে বারান্দায় কিছুটা জায়গাও বেঁচে যাবে ...
মনে পড়ে , ওই বারান্দাটায় বসে কতো সময় গেছে,
ছেলেমানুষি খেলায় ...
কতো অঙ্ক, কতো ভূগোল পাঠে কেটেছে সময় ...
বাইরে তোদের মন্দিরটা তেমনি আছে ,
তুলসি গাছটাও শিখেছে অভিযোজন করতে ...
ওপাশের ইউক্যালিপটাস গাছটা,
যার পাতায় কেমন সুন্দর গন্ধ ছিল,
তোর দেওয়া সেই পাতাগুলো বইয়ের ভাঁজে ,
জমা পরে আছে আজও ...
উঠানের সেই বসার জায়গাটা ,
যেখানে বসে তুই শেষবার আড়ি বলেছিলি,
সব তেমনি আছে ...
তারপর তোর বাবার হঠাৎ বদলি,
আর তোর না বলেই চলে যাওয়া ...
পরে মায়ের মুখে শুনেছিলাম খবরটা ...
তুই আর ফিরলি না,
ফিরবার কথাও দিস নি যদিও ...
আজ বাড়ির প্রতিটা দেওয়ালে আমাদের শৈশবের ছবি ,
আর গভীর দীর্ঘশ্বাস ......
আমরা হারিয়ে গেছি,
আমাদের সেই শৈশব তো হারিয়েছে কবেই ...
আমাদের বন্ধুত্ব আজ মুছে গেছে ,
শহর থেকে ...
সময় থেকে ...
তোকে শুধু একটা প্রশ্ন করি ,
বৃষ্টিরমুখর মন খারাপ করা দিনে,                                                                                                                                                                                       অথবা  যেদিন নিজেকে খুব একা লাগে,                                                                                                                                                                                   সেদিন কি মনে পড়ে না আমদের কথা ?                                                                                                                                                                                          চোখের কোনে কি এক ফোঁটাও জল উঁকি দেয়না ?
উত্তরের অপেক্ষায় থাকব ... 🙁

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ