বৃষ্টির দিন এবং আমি

স্বপ্নচারী ১ অক্টোবর ২০১৪, বুধবার, ০২:৫৮:৪৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

 

মেঘলা আকাশ মানেই যেন স্মৃতির দুয়ারে কড়া নাড়া । আর বৃষ্টি এসেই বোধহয় খুলে দিয়ে যায় সেই দুয়ার । পলকে হারিয়ে যাওয়া শৈশবের কোনও দিনে । ফিরে পাওয়া সেই মজার দিনগুলো, সাথে হারিয়ে যাওয়া কিছু মুখ , যারা তখন এতটা পর ছিল না যতটা আজকে । উদাসী মনে বাসা বাঁধে হাজার রঙিন খেয়াল । আকাশ ভালোবেসে ছুয়ে যায় মাটিকে । আর প্রকৃতির সেই ভালোবাসায় সামিল হই আমি । আমার বৃষ্টিতে ভিজতে দারুন লাগে । যখন বৃষ্টি হয় আমি হা করে চেয়ে থাকি বৃষ্টির দিকে । বৃষ্টির প্রতিটা ফোঁটা নতুন নতুন অনুভূতির সৃষ্টি করে মনের গহিনে । আমি হারিয়ে যাই ............ নিজের মধ্যেই ...

কিছু স্মৃতি বুকের মাঝে এসে,
আলো-আঁধারে হারিয়ে গেছে কবে ...
তাদের সব মুক্তি লেখা সেদিন ,
মনের আকাশ জুড়ে বিষণ্ণতার বৃষ্টি যেদিন হবে ...

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ