স্বপ্নে দেখা পরী

স্বপ্নচারী ২ আগস্ট ২০১৪, শনিবার, ১১:৩৪:৫৫পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

তার চশমার আড়ালে ওই দুই মায়াবী চোখ,

চোখের তারায় ওই মন কেড়ে নেওয়া আলোক,

দেখে শিহরিত হয় আমার মন,

নিঃশব্দে ঝিল্মিলিয়ে ওঠে  রং ...

তার ওই ঘন কালো কেশ,

মনকে আমার  ঘায়েল  করেছে বেশ ,

তার ঘাড়ের উপর এলিয়ে পরা কেশে,

 সব স্বপ্ন আমার ভীর করে এসে ...

পারথনা করি যেন ফিরে ফিরে আসি ,

দেখতে তার ওই পাগল করা হাসি,

মনটা কেড়েছে আমার তার ওই মায়াময়ী  হাসি,

আমায় বানিয়েছে উদাসী...

সত্যি বলতে,

দেখিনি কখনও তারে,

শুধু কল্পনার ভিরে,

আর পড়ার ফাঁকে ফাঁকে

     মন তারই ছবি আঁকে ...

একদা স্বপ্নে দিয়েছিল দেখা ,

সেই স্বপ্নপরীকে নিয়েই  আজ আমার কবিতা লেখা ...

ইচ্ছে আছে একদিন,

তারে খুঁজতে দেব সাত-সুমুদ্দুর পাড়ি ,

সে আমায় বানিয়েছে স্বপ্নচারী ...

 

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ