স্মৃতি

সাবালক ২৪ আগস্ট ২০১৪, রবিবার, ০২:০৩:৫৭পূর্বাহ্ন কবিতা ২৩ মন্তব্য

নীল আকাশে আজ
কালো মেঘের জাল
সেই জল ছিড়ে তুমি চলে যাবে
ভাবিনি কোন কাল।

চলে যদি যাবেই তুমি
কেন নিলে না আমায়?
এই জনমে কেন পর জনমেও আমি
ভুলতে পারবো না তোমায়।

সাদা মেঘ হয়ে যখন তুমি উড়ো
আমার মনের আকাশে
পুরনো স্মৃতিগুলো ঘিরে ধরে
তোমারি আক্রোশে।

আকাশের মেঘের পরে
আসে চৈত্রের রোদ
তোমার স্মৃতিগুলো চিবিয়ে চিবিয়ে
করে নিচ্ছে শোধ।

একটি ভুলের জন্য তুমি
করতে পারনি ক্ষমা
তোমার স্মৃতিগুলো দিয়ে গেলে
এই হৃদয়ে জমা।

আমি পারব না আর
তোমার স্মৃতি বইতে
আরো পারব না তোমাকে ছাড়া
নতুন জীবন গড়তে।

অভিশাপ দিয়ে গেছো তুমি
আমারি জীবনকে
তার আগুনে জ্বলে পুড়ে বরণ করে নিব
আমারি মরনকে।

এ যেন মরণ নয়
এ যেন নতুন জীবন
সেই জীবনে তোমার সাথে
থাকব সারা ক্ষণ।

আকাশ বাতাস সাক্ষী রেখে
ভালোবেসে ছিলাম তোমায়,
সেই তুমি চলে গেলে
একলা ফেলে আমায়।

আমার কবিতাটি কেমন হল জানাবেন।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ