স্মৃতির উপর জোনাকির আলো

রিতু জাহান ৭ জুলাই ২০১৬, বৃহস্পতিবার, ০৮:৫১:২৬অপরাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য

star
রাতের নির্জনে, এক ঝাঁক জোনাকির আলোয়,
স্মৃতিগুলো দেখেছি,
তন্দ্রা কোমল নয়নে চেয়েছিলাম, ঐ স্মৃতিতে পড়া আলোর দিকে
একটু হেসে অপলক চোখে চেয়ে রইলাম জোনাকিদের খেলায়।

হঠাৎ চেনা এক ফুলের গন্ধে, একটু যেন চঞ্চল আমি।
অলস আবেশে ঐ ঘাস বুকে ঝিমাতে চাইলাম, নয়ন দুটি মুজে,
হঠাৎ এক মুহূর্তে ছুঁয়ে যাওয়া আমার গালে ক্ষনিকের ঠোঁটের স্পর্শে,
ব্যাঘাত ঘটাতে এল ঐ ঝিঁঝিঁপোকা।

আমি নয়ন মেলে চেয়ে দেখলাম সবই শূণ্য।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ