সময় চাকা চলছে নিরবধি
অস্থির হচ্ছি-না, অসুস্থ-ও না,
গল্পে গল্পে কাটা সময়-মোহনীয়তা;
রিক্সার টুং টাং, মোটর বাইক আর গাড়ীর হুশ-হাস,
সবজী ওয়ালার হাঁকডাক,
এখন-ও সীমিত হয়ে প্রায় ঠিকঠাক সবকিছু,
বিদ্যুতের সামান্য আসাযাওয়া।

খুলে রাখা/দেওয়া দক্ষিণ-জানালা,
হৃদ-জুড়ানো বৃষ্টি-হাওয়া,
নিয়মমাফিক ট্রান্সট্রায়মারের কবিতায় মুখ-গোঁজা;

সবকিছু ফেলে রেখে/ফেলে দিয়ে, শূন্যতার অতৃপ্তি ছুঁয়ে
যতদূর হেঁটে গেলে, নির্বিঘ্নতার ছায়া পাওয়া যাবে
সেটুকুই শুধু খুঁজে নিতে চাই, স্মরণ-কালের দৃঢ়তায়;

ছবি নেটের।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ