স্বাধীনতা

সীমান্ত সৈকত ৩০ মার্চ ২০১৫, সোমবার, ০৭:৫০:৫৭অপরাহ্ন কবিতা, মুক্তিযুদ্ধ ৬ মন্তব্য

পূর্ব গগনে সদ্য উদিত রক্ত-লাল সূর্যের আলোয়
চোখে ভাসে বাতাসে উড়ন্ত লাল সবুজ পতাকা ।
মুগ্ধ সবাই দেখে স্বাধীনতা ,নিচ্ছে নিশ্বাস প্রাণ ভরে,
বলছে কথা মন খুলে শোর কলরবে,
পরাধীনতার উন্মাদ ষাঁড় তেড়ে বেড়াবেনা আর,
পরাবেনা কেউ পায়ে গোলামির সেকল,

এইতো স্বাধীনতা ।

লুটেপুটে খাবে নেতৃত্বের আসন-দ্বারী রাগব বোয়াল
আত্মমগ্ন নিরীহ অবাগি জনতা,
গিলে নেবে ভয়াল হানব হয়ে
এগিয়ে আসা প্রতিবাদে মুখর সংগ্রামী নেতা,
হারাবে বসত ভিটা ,সন্তানহারা মুক্তিযুদ্ধে অভাবী মাতা,

এই কি স্বাধীনতা ?

পাবেনা মূল্য রক্ত ঝরানো পঙ্গু যোদ্ধা
দেখবেনা দুমুঠো অন্নের ছবি,
দাবড়িয়ে বেড়াবে বুক, চলতে অকুতোভয় বাজ পাখি হয়ে
উল্টো-পন্থি যত হায়েনার দল ,

কে এনেছে এই স্বাধীনতা ?

ক্ষুধার তাড়নায় হয় আত্মত্যাগী সন্তানসম্ভবা নারী,
ছিন্ন বস্ত্র নিয়ে হয় ধর্ষিত তরুণী ললনা,
পায়না বিচার
নির্যাতিত শোষিত জনতা,
থাকে মুখ-ভুজে হারিয়েও সব,

কি মূল্য এই স্বাধীনতার ?

নেতৃত্ব থাকে যেথায়
মানবরূপী দাবানলে পোড়া হিংস্র মাংসাশী পশুর হাতে,
চুষে খায় রক্ত আপন তৃপ্তিতে
মরে হয় লাশ নিরীহ যত জনতা,

কে চেয়েছিল এমন স্বাধীনতা ???

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ