ছেলে পতিতা

সীমান্ত সৈকত ২০ এপ্রিল ২০১৫, সোমবার, ০৯:২০:০৭পূর্বাহ্ন কবিতা, সমসাময়িক ১৮ মন্তব্য

আমি পুরুষ,
অসঙ্গায়িত পবিত্রতার প্রলেপ আমার গায়ে
অন্ধকার নর্দমার কালিমা আমায় ছোয়না,
কখনো ছোঁবেনা ।

তুই নারী,
কলঙ্কের পোশাকে আবৃত তোর জন্ম
আমৃত্যু কলঙ্কের বোঝা বয়ে যাবি নীরবে,
বইতেই হবে ।

আমি শাসক,
অনুমোদিত উল্টো নীতিতে শাসিত আমার রাজ্য
আমার পৌরষত্বের দ্বন্দ্ব- যুদ্ধে মনুষত্বের স্থান নেই,
কখনো হবেনা ।

তুই নারী,
লাঞ্ছিত হবি, ধর্ষিত হবি, শোষিত হবি
বিষাক্ত এসিডে ঝলসিত হবি তোর আর্তনাদ কেউ শুনেনা,
কখনো শুনবে না ।

আমি দেবতা,
বন্য অসুরের হিংস্রতা আমার রক্তে
ধর্ষণ করলেও কেউ আমায় ছেলে পতিতা বলেনা,
কখনো বলবেনা ।

তুই নারী,
তুই দুর্বল, তুই ভোগের আহার, তুই সর্বনাশী
ধর্ষিত তোর লাশের পাশে কেউ কাঁদেনা,
কখনো কাঁদবেওনা ।

তুই পুরুষ.........
আমি নারী.........
তুই মানুষ আমি মানুষ এমন কখনো কি হবেনা...??
হবেনা............???????????

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ