পশু মানব

সীমান্ত সৈকত ১০ এপ্রিল ২০১৫, শুক্রবার, ১২:২৩:৪৪অপরাহ্ন কবিতা, সমসাময়িক ৪ মন্তব্য

মানব হয়ে মানবে বিভেদ
কেমনে গড়িস তোরা স্বার্থন্বেসী ওহে হিংস্র পশুর পাল ।

অশুরের শক্তি তোর দেহে
তুই তথাকথিত পুরুষ,
তাইকি তোর চোখে পড়েনা মমতাময়ী ঐ নারীর মানবসত্তা ?

মায়া ভরা সেই চাহনি,কমনীয়তা তার মাঝে,
মায়ের ভালোবাসা সদা সতেজ তার ভেতর,
কেমনে এড়িয়ে যায় এসব আলো থেকেও অন্ধ তোর চোখ হতে ?

শুধু দেখিস তার মাঝে ,
অথবা দেখিস তুই তাকে তোর লোভাতুর দৃষ্টিতে
পড়ে থাকা এক তাল মাংসপিণ্ড ।

তক্ষকের চোখে দেখা তোর চাহনি,
ক্ষুধার্ত তুই বন্য খাদক,
ঐ নারী দেহই যেন তোর খাদ্য ।

সুযোগ সন্ধানী তুই,
সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়িস দুর্বল সেই দেহের উপর,
ছিরে ফুড়ে খাস মাংসাশী হায়েনার মত ।
লজ্জা করেনা তোর ভাবতে নিজেকে মানব সন্তান ?
করেনা লজ্জা তোর পবিত্র এই পৃথিবীতে চরে বেড়াতে ?

মস্তিষ্ক বিকৃত তুই বা তোরা,
সরে যা সাম্মতায় গড়া এই আবাস হতে,
গড়েনে তোরাই তোদের মত হিনমন্ন পশুর জগৎ ।

যেথায় কোন মানাব থাকবেনা
থাকবে তোদেরই মত দানব ,
যেথায় ফোকলা দাঁতে হাসবেনা কোন শিশু
হেথায় রাজত্ব করবে তোদেরই মত পশু ।।

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ