স্বাধীনতা

প্রদীপ চক্রবর্তী ২৬ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ০৮:৪৮:০৯পূর্বাহ্ন কবিতা ২৭ মন্তব্য

স্বাধীনতা তোমার প্রতীক্ষায় কবিরা আজ অপেক্ষারত,
দিগন্ত ফসলের মাঠ রবি ছায়ায় আচ্ছাদিত।

স্বাধীনতা তুমি আসবে বলে মাঠেঘাটে তোমার জয়গান,
কাকডাকা ভোরে বসন্তের কোকিলের কুহুতান।

স্বাধীনতা তুমি আসবে বলে দিগন্তে জেগেছে শঙ্খধ্বনি,
হে লৌহমানব বঙ্গবুকে দিয়েছ তুমি মুক্তির জয়ধ্বনি।

স্বাধীনতা তুমি লক্ষকোটি জনতার প্রাণ,
তুমি লৌহমানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

স্বাধীনতা তুমি হোমবহ্নি,
কাঁধে ঝুলানো যুবকের রাইফেলের স্পর্শমণি।

স্বাধীনতা তুমি অখিল বিশ্ব করেছিলে জয়,
যুগেযুগে ক্ষণজন্মা তাই তুমি চির অক্ষয়।

স্বাধীনতা তুমি আসবে বলে মন্ত্রমুগ্ধ শ্রোতা,
তোমার জন্য লিখা হবে এক অমর কবিতা।

স্বাধীনতা তুমি নিয়ে এসেছিলে একখন্ড সভ্যতা,
সাথে করে বুকে শপথ হাতে লাল সবুজের পতাকা।

স্বাধীনতা তুমি এসেছ জন্মমৃত্যু ভেদ করে,
লিখে যাবে কবিতা মহাকালের আয়ুরেখা ধরে।

তোমাকে অভিবাদন হে লৌহমানব
বঙ্গবুকে দিয়েছ স্বাধীনতার এক মহান বাণী,
তুমি যে ঊনসত্তর হাজার লোকালয়ের কন্ঠধ্বনি।

স্বাধীনতা তুমি লক্ষকোটি জনতার হৃদয়ের চিরঅম্লান
বন্দনায় স্তুতিতুলে আজ নব আগমনীর গান,
পত্রবিন্দুতে ছড়িয়ে আছে আজ স্বাধীনতার শ্লোগান।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ