স্বাধীনতা তুমি

সুপর্ণা ফাল্গুনী ২৬ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ১০:৩৬:০১অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

স্বাধীনতা তুমি সবুজের রক্তমাখা মানচিত্র।
স্বাধীনতা তুমি দেবযানীর লেপ্টে যাওয়া সিঁদুরের পটচিত্র।
স্বাধীনতা তুমি শেখ মুজিবের কারাবন্দী দিনপত্র।
স্বাধীনতা তুমি ব্রাশফায়ারে বিভৎস বধচিত্র।
স্বাধীনতা তুমি উঠোন জুড়ে, ধানের ক্ষেতে লাশের খন্ডচিত্র।
স্বাধীনতা তুমি পুকুর, নদীতে রক্তের বহতা ধারাপত্র।
স্বাধীনতা তুমি ধর্ষিতা নারীর উলঙ্গিনী চিত্র।
স্বাধীনতা তুমি মুক্তিযোদ্ধার প্রতিশোধের লেলিহান চিত্র।

স্বাধীনতা তুমি শকুনের ঠোঁটে লাশের অংশক চিত্র।
স্বাধীনতা তুমি গুলিবিদ্ধ কিশোরীর খন্ডিত চিত্র।
স্বাধীনতা তুমি পরাধীনতার শিকল ভাঙ্গা মুক্তিপত্র।
স্বাধীনতা তুমি ১৪৪ ধারা ভেঙ্গে বরণ করা রণক্ষেত্র।
স্বাধীনতা তুমি মায়ের হাতে সন্তানের রক্তাক্ত ছিন্নপত্র।
স্বাধীনতা তুমি ভেঙে যাওয়া রেশমী চুড়ির অশনি চিত্র।
স্বাধীনতা তুমি বন্ধুর কাঁধে বন্ধুর লাশের চিত্র।
স্বাধীনতা তুমি বিজয়োল্লাসে যুদ্ধ জয়ীদের মাতন চিত্র।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ