স্বপ্ন শুভেচ্ছা

ছাইরাছ হেলাল ২৪ ডিসেম্বর ২০১৪, বুধবার, ০৬:২৪:০২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪৩ মন্তব্য

ছবি হাসে,ছবিরা হাসে,বৈদেশির বেশে হাসাহাসি করে।
ঘটনা হইল------
এত্ত এত্ত হাসির কী আছে?জানিতো,এমন বেশুমার হাসিতে খরচাপাতি লাগে না,
তাই বলে বেহিসেবি হাসি? এইডা কোন কথা হইল?
অসহ্য ছেলের পাগল পাগল কথা‘তুই এতো সুন্দর কেন?একটু কম সুন্দর হলে তেমন
কোন বিশেষ ক্ষতি হতো না।ঐ শোন,তোকে আমার ভালো লেগেছে,ভালো থাকিস’।
সেই স্বর্গময় রোমান্টিক মুভমেন্ট মনে পড়ে গেল নাকি?
ঘটনা সেটাও না-------
বাঁচতে হলে হাসতে হবে,হাসতে হলে হাসি থাকতে হবে,সুন্দর ঝকানো দাঁত থাকতে হবে,
চোখ কাজলে আঁকতে হবে,না মেপে দাঁত দেখতে হবে,প্রাণে প্রাণ থাকতে হবে।
পাঁচ-পাঁচটি সাদা-কালো ভুয়ো চশমা নাকের ডগায় ঝোলানোর ব্যবস্থা থাকতে হবে।
মন মন্দ না করে নিকোটিন বুকে টেনে নিতে হবে।
এটিও ঘটনা না------
প্রাণের সঠিক ঠায়-ঠিকানা জানা থাকতে হবে।
প্রাণ হেসে ওঠার সময় সজাগ সরব হয়ে চোখ ঠিকরে রেখে উপস্থিত থাকতে হবে।
কিন্তু ঘটনা তো প্যাঁচ খেয়ে যাবে---------
প্রাণ তো উত্তাল উত্তুরে বাতাস ঠেলে ঋজু কাব্যিক মূর্ছনায় দিন-তারিখ ঠিক করে
সেজে-গুজে হেসে উঠবে না।
অতএব,ব্যাপার হইল---------
উই হ্যাভ টু নো-------
কিছু হাসির এমনই রঙিন থাকে যা ভেতর থেকে তুলে আনে ভালো থাকার অনাবিষ্কৃত
রহস্যের আদি-অনন্ত।
ছবির হাসিরা তাবিজ বিহীন এমন হৃদয়াবেগের আনন্দ চূড়ায় ঝাঁপিয়ে পড়া হাসি
ইচ্ছে হলেই হাসতে পারে না,পারবে ও না।এ ঐশ্বরিক ঐশ্বর্য সবার থাকে না।
যেখানে সব গল্প জমা থাকে হাসির কাছে,ছবি হয়ে ওঠার জন্য।

আ-বনান্ত বিথীপথের ফুলোৎসবের বর্ষপূর্তিতে বিলম্বিত শুভেচ্ছা আমাদের'মুরুব্বীকে'।
ঝুড়িঝুড়ি সুখ-সুখ দুঃখে কাটুক আপনার আগামীর সারাক্ষণ।

0 Shares

৪৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ