বিদ্যুৎ-হীন জীর্ণতায় কাটছে নিখুঁত/ত্যাঁদড় সময়
আম্ফান কালে,
বেঁকে বসা যাচ্ছে না,প্রেত সময় দুলছে
ভৌতিক হাওয়ায়, সুদূরের আলোর ঝলকানিতে;
দেখতে পাচ্ছি রঙিন কাগজের হাতছানি
ছাপোষা জীবনের অনিশ্চিত বেড়াল-নিঃসঙ্গতায়
খুঁজি, অপেক্ষায় থাকি নিঝুম অজ্ঞাত কন স্বপ্ন প্রহরের;

একজন চাষি দৃঢ়-পায়ে হেঁটে যাচ্ছে বীজ বোনার তাগিদে,
ঝাঁক ঝাঁক স্মৃতি শেষে নিমগ্ন শিশির দেখি ঘাসের ডগায়।

ছবি নেটের।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ