সোনেলার আড্ডাবাজেরা কোথায়? শুরু হলো সোনেলার মেগা প্যাকেজ "সোনেলা আড্ডা।" সপ্তাহের প্রতি বুধবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত চলবে সোনেলায় অনলাইন আড্ডাবাজি। একই সাথে ফেসবুক থেকেও যে কেউ আড্ডায় অংশ নিতে পারবেন।

সো ডু-চিন্তা,মোর ফুর্তি!!! বন্ধুদের সাথে আড্ডাবাজিতে... জমজমাট বিনোদনে...একদম ফ্রি টিকেটে আপনাকে জানাই স্বাগতম। আড্ডা না জমলে জরিমানা মাস্ট!!!

আজকের আড্ডার বিষয় "আলাদিনের যাদুর চ্যারাগ।"

আসুন গল্পটা আরেকবার শুনে নেইঃ

সে এক আদ্যিকালের কথা। এক রাজ্যে ছিল এক বুড়ি। বুড়ির খুব দুঃখ। তার স্বামী মারা গেছে বহু আগে, কোনো ছেলেপেলেও নেই। আছে শুধু একটা ছাগল। ভিক্ষা করে কোনো রকমে নিজের আর ছাগলের পেট চলে।

তো একদিন বুড়ি ভিক্ষা করছে। এক বাড়িতে তাকে ভিক্ষা দিল একটা প্রদীপ। বুড়ি ভাবল এটা দিয়ে কি করা যায়? যা থাকে কপালে ভেবে ঘষা দিল প্রদীপে।

তারপর যা হয় আর কি! এক জ্বিন এসে হাজির। বলল, "হুকুম করুন। আপনার তিনটা ইচ্ছা পূরণ করব।"
বুড়ি তার প্রথম ইচ্ছা জানাল, "আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর রাজপ্রাসাদের মালিক বানিয়ে দাও।"
"যো হুকুম।" বুড়ি রাজপ্রাসাদে এসে গেল।

"আপনার দ্বিতীয় ইচ্ছা কি?"
"আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর রাজকন্যা বানিয়ে দাও।"
তাই হল।

"তৃতীয় ইচ্ছা কি?"
"আমার পোষা ছাগলটাকে পৃথিবীর সবচেয়ে যৌন আবেদনময় পুরুষ বানিয়ে দাও।"
বুড়ির এই ইচ্ছাও পূরণ হল।

"আমি এখন মুক্ত।" এই বলে জ্বীন অদৃশ্য হল।
সুদর্শন যুবক (যে কিনা আগে ছাগল ছিল) এগিয়ে এল বুড়ির (যে এখন সুন্দরী রাজকন্যা) দিকে। বুড়ির নিঃশ্বাস ভারী হয়ে এল। বুড়ির কানে কানে সে বলল, "আপনার কি মনে আছে শৈশবে আপনি আমাকে ছাগল থেকে খাসী করে দিয়েছিলেন???"   :D) :D) :D)

মনে পড়েছে নিশ্চয়ই?

আজকের আড্ডা হবে সেই আলাদিনের যাদুর কুপি নিয়ে। প্রশ্ন রইলো, "আলাদিনের যাদুর চ্যারাগখানি(কুপি) যদি আপনি পেতেন তাহলে কোন ইচ্ছাগুলো পূরণের কথা বলতেন?"

আলাদিন তিনটি ইচ্ছার কথা বলতে পারতো। তবে আপনারা যতখুশি ইচ্ছা পোষণ করতে পারেন। তবে শর্ত আছে। একটি মন্তব্যে একটির বেশি আড্ডার কথা জানাতে পারবেন না। তাহলে দৈত্য রাগ করে আপনাকে কিক দিতে পারেন। 😀

সুতরাং- ১ মন্তব্য= ১ ইচ্ছা।  আর হ্যাঁ যতবেশি কাউন্টার এ্যাটাক করতে পারবেন ততবেশি যাদুর চা পাবেন দৈত্যের কাছ থেকে।

আড্ডার সাথে সাথে দু'চার কাপ ঠান্ডা চা খাওয়ার নিমন্ত্রণ রইলো। :T :T :T :T
তো শুরু হয়ে যাক...

0 Shares

৩২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ