নীরা সাদীয়ার সাথে আমার ফেইসবুকেই পরিচয়, অসম্ভব রকম ভালো লেখেন, বয়সে আমার অনেক ছোটো হলেও ভাই হিসাবে আপু বলে ডাকি, পাখি খুব ভালোবাসেন, কবুতর, মুরগী হারিয়ে গেলে কেঁদে বুক ভাসান, এমনই এক মানুষ আমার বোনটি, একদিন আমিই জোর করে সোনেলাতে এনে একাউন্ট খুলে দিই জিসান ভাইজানকে বলে, সেই থেকে শুরু, যখনই সুযোগ হয় সোনেলাকে তার লেখা দিয়ে পরিপূর্ণ করে, মাঝে অনেকদিন অনুপস্থিত, জিজ্ঞেস করলাম "ব্যাপার কি", বললো " ভাইয়া মাস্টার্স দিচ্ছি তা একটু অনুপস্থিত,  পরীক্ষা শেষে আবার আগমন।

গতবছর যখন সোনেলায় ঝড় উঠলো, তখন আমাকেই কন্টাক করে, আমি অভয় দিলে মনে শান্তি পেয়ে আবার লেখা শুরু করে। 

এই নীরা সাদীয়া সোনেলা ব্লগে নিবন্ধন করেছে আজ তিন বছর আট মাস বিশ দিন, মন্তব্য করেছে ১৪৪২ টি, মন্তব্য পেয়েছেন আরও বেশি ২০১০ টি।

সোনেলার এবং আমার এই একনিষ্ঠ ভক্ত নীরা সায়ীদা বর্তমানে কলেজে টিচিং করে বিধায় ব্লগে কম আসতে পারেন। 

তার শততম পোস্ট হয়েছে গত মাসেই, কিন্তু আমিই খেয়াল করিনি আমার বোনটি যে শততম পোস্ট অলরেডি দিয়ে ফেলেছে, আপু আমি সত্যি দুঃখিত যে এ আমারই ভুল, এরপরেও বলবো better late then never. 

প্রিয় ব্লগারবৃন্দ,

আসুন সবাই মিলে নীরাকে তার শততম পেস্টের জন্য অভিনন্দন জানাই।

আমি সোনেলার সবার পক্ষ থেকে নীরাপুকে জানাই অক্লান্ত অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা।

আপু আপনি আরও বেশি বেশি লিখুন মনের আনন্দ নিয়ে, সমৃদ্ধ করুন আপনার প্রিয় উঠোনকে, আমি আজ থেকেই অপেক্ষা করবো আপনার দ্বিশততম পোস্টের, তখন আপনাকে দাওয়াত দিয়ে অভিনন্দন জানাবো।

নীরাপু আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

0 Shares

৫৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ