মাথায় একটি আইডিয়া এসেছে। জন্মদিন এবং বিবাহবার্ষিকী আমাদের সবার জীবনেই বিশেষ দিন। ব্লগে ১টি
 পোস্ট দিয়ে যদি সবার আসল জন্মদিন (সার্টিফিকেটের নয়) ও বিবাহবার্ষিকী (যারা বিবাহিত) জেনে নেই এবং সেই বিশেষ দিনে তাদের জন্য বিশেষ পোস্ট তৈরী করে ব্লগে দেয়া হয় তবে কেমন হয়? একদম জানুয়ারি থেকে ডিসেম্বর এভাবে চলবে। সেই মানুষটিকে এই ফিলিংস দেয়া যে তুমি আমাদের কত কাছের একজন। আমরা তোমার আপনজন। আফসোস, আমারে নিয়া কেউ কোনোদিন পোস্ট দিলো না। তবে এবার সোনেলার দরবার থেকে কেউ খালি হাতে ফেরত যাবে না ইনশাআল্লাহ।

তাহলে জানিয়ে দিন আপনার জন্মদিন এবং বিবাহবার্ষিকী। শুরু হোক......

নিচে ব্লগারদের নাম, জন্মতারিখ ও বিবাহবার্ষিকী মাসের সিরিয়াল ধরে দেয়া হলো:

জানুয়ারি:
১। ইঞ্জা: ২৫ জানুয়ারি - জন্মদিন।

ফেব্রুয়ারি:
১। নীহারিকা: ০৪ ফেব্রুয়ারি - জন্মদিন।
২। প্রহেলিকা: ১৭ ফেব্রুয়ারি - জন্মদিন।

মার্চ:
১। নীহারিকা: ১৪ মার্চ - বিবাহবার্ষিকী।
২। মৌনতা রীতু: ২১ মার্চ - জন্মদিন।

এপ্রিল:    
১। খসড়া (আকীদা রুনা) : ২৪ এপ্রিল - বিবাহবার্ষিকী।
২। ছাইরাছ হেলাল: ৩০ এপ্রিল - জন্মদিন।

মে:
১। শিপু ভাই: ২০ মে - জন্মদিন।

২। আগুন রঙের শিমুল: ৩১ মে - জন্মদিন।

জুন:
১। বাবু: ০৮ জুন - জন্মদিন।

আগস্ট:
১। নীলাঞ্জনা নীলা: ২৮ আগস্ট - জন্মদিন।

অক্টোবর:
১। সঞ্জয় কুমারঃ ০৪ অক্টোবর - জন্মদিন।
২। মৌনতা রীতু: ১৪ অক্টোবর - বিবাহবার্ষিকী।

নভেম্বর:
১। মেহেরী তাজ: ১৪ নভেম্বর - জন্মদিন।
২। আগুন রঙের শিমুল: ২২ নভেম্বর - বিবাহবার্ষিকী।
৩। ইকরাম মাহমুদ: ২৮ নভেম্বর - জন্মদিন।

৪। জিসান শা ইকরাম: ২৯ নভেম্বর - বিবাহবার্ষিকী।

ডিসেম্বর:
১। নীলাঞ্জনা নীলা: ১১ ডিসেম্বর - বিবাহবার্ষিকী।
২। ইঞ্জা: ১৯ ডিসেম্বর - বিবাহবার্ষিকী।

৩। জিসান শা ইকরাম: ২৫ ডিসেম্বর - জন্মদিন।

 

0 Shares

৫২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ