সেই ছেলেবেলা নেই

হালিম নজরুল ২০ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ০২:৪৩:৫৪অপরাহ্ন চিঠি ৩২ মন্তব্য

আমাদের স্কুল ছিল মধুপুর
একদিন ছুটি হল মধ্যদুপুর
পথে ছিল ধু ধু মাঠ খাঁ খাঁ রোদ্দুর
নির্জন মাঠে চোখ যায় যদ্দুর।

তেরনলা বিল ছিল ঠিক মাঝপথে
সেই স্মৃতি ভেসে ওঠে আজ মনরথে
ওইটুকু পথ যেতে কেটে যেত বেলা
ফিরবার পথে হতো কত শত খেলা।

বিলটার নীল জলে মাছেদের দল
সারাক্ষণ নাচে গানে করে কোলাহল
কাতল-বোঁয়াল-রুই-টাকি-সরপুঁটি
আনন্দে মেতে রয়, করে খুনসুটি।

বিলপাড়ে মন কাড়ে কদমের গাছ
বাবুই - চড়ুই - টিয়া করে গান নাচ
ছাতা মেলে আছে আহা!
ফুলগুলো ডাহা ডাহা
আছি যেন মামনির আঁচলের 'কাছ'।

রোদ্রের খরা তোপে
কদমের সেই ঝোপে
বিশ্রামে ছিল এক ক্ষুদে খরগোশ
ফুল আর ঘাসবনে
অন্তরে সেই ক্ষণে
কি যে সন্তোষ, আহা কি যে সন্তোষ!

মাথা-গায়ে হাত 'বুলে'
আমি ক'টা ঘাস তুলে
খাওয়ালাম তাকে।
বহুদিন পরে যেন খুঁজে পেল মা'কে।
মাহফুজা এলো যেই
হারালো সে পলকেই
আতংকে দিশেহারা, কে পায় আর তাকে!

মুহূর্তে মনটা উঠেছিল কেঁদে
সাধগুলো উবে গেল নিয়েছি যা বেঁধে
সেই শোকে আজও কাঁদি, আজও ভারী মন
গেঁথে আছে তেরনলা, কালীতলা বন।

আহা সেই ছলাকলা
কদম-কেয়ার তলা
আজ আর নেই!
জীবনের পথ তাই হারিয়েছে খেই?
আহা সুখেভরা আমাদের ছেলেবেলা নেই!

------------------------0 0-------------------------

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ