কি গো গা-গেরামের মাতব্বর সাব ভালা আছেন নি ?
পুরা গেরাম তো চইষ্যা বেড়াইতাছেন আর ঘরে
বইস্যা তামুকের ডিব্বায় ঘুরুৎ ঘুরুৎ শব্দ তুলতাছেন ।
কাজে-কম্মে তো  দ্যাহি জোতদারগোরেও ছাড়াইয়্যা গ্যাছেন !
কিন্তু রাখেন নি গা-গেরামের বেবাকের খবর ?
কি কইরা রাখবেন ! বাবুগো ঘ্যারান গাঁয়ে মাইখ্যা
একেবারে বাবু হইয়া গ্যাছেন ।
দুইডা দিন আগে ছিলেন তো মুন্সিপাড়ার দর্জি ,
চামার , নাপিত, আর কাঠের মিস্তিরি ।

 

ক্যাডাই বানাইছিলো আপনেগোরে মাতব্বর ?
আমরাই তো বানাইছিলাম নাকি ?
আপনেগোরে ন্যাতা বানাইছিলাম ,
গেরামের উন্নয়নের লাইগ্যা । কিন্তু এহন ,
এহন দ্যাহি বেবাকের প্যাডে লাথথি মাইরা ,
মুখের ভাত কাইর‍্যা লইতাছেন ।
এর ফল কিন্তু ভালা হইব না কইয়্যা দিলাম ,
পরের বার আমরাও দেইখ্যা লমু ।

 

আপনেদের চোখ পইলা পড়ে গরিবের থালের উপর ,
গেরামের ভাংগা রাস্তাগুলার উপর চোখ পড়েনা ক্যান !
কিসে পাইছে রাস্তার নাম-ধাম । রাস্তার নাম
যেইডা আছে সেইডাই থাক ।
শুধু হাঁডনের রাস্তাটুকু বানাইয়্যা দেন।
বরিষা আইলে খবর রাখেন নি ?
কতজন রাস্তায় আঁছার খাইয়্যা কোমর ভাঙছে,                                                আর আঁন্ধারে হোঁচট খাইয়্যা নাক-মুখ ভাংগা লোকের সংখ্যা !                        আর  নাইবা কইলাম।

আহ-রে গেরামের মানুষগুলারে সোঁজা-সিধা পাইয়্যা
যেডা আপনেগো মনে কয় সেডাই কইরত্যাছেন ।
চুরুটে ধোঁইয়া তুইল্যা ভাবতাছেন -
আমরা কিছুই বুঝিনা !
আমরা বুঝি , সবকিছুই বুঝি । কিন্তু
আমাগো এহন কিচ্ছু  করনের নাই ।
আর আপনেগো ক্ষ্যামতা আছে বইল্যা-
যা খুশি তা-ই ... ... ... ! ছিঃ ছিঃ ছিঃ !!!

চিন্তা কইরেন না সময় একদিন আমাগোরও আইবো ,
মনে রাইখেন সেইদিন আমরা সইত্যি সইত্যি দেইখ্যা লমু ।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ