অনুভূতি ও শব্দের অপপ্রয়োগ

মাসঊদ্ ৮ জুন ২০১৫, সোমবার, ০৭:৫৬:৩০অপরাহ্ন কবিতা ৩ মন্তব্য

ছল-ছাতুড়ি তোমার হাতুড়ি দিয়ে ভাঙতে যেয়ে
আমি একা পিছলে যাচ্ছি, মরলে বাঁচছি, কুঁকড়ে খাচ্ছি।

আবার কবে, দেখা হবে?
ভেবে আমি নীরবে করি অভিনয়।
মাঠ-ঘাট দৌড়ে, সিক্ত ভোরে
আমি তোমায় চেয়ে রই।

তোমার সব স্মৃতি, এখোন বাড়ায় শুধু পিরিতি।
আমি চেয়েছিলাম শুধু বিরতি, সব ভুল তোমার প্রতি।

আবার যবে, দেখা হবে
তুমি নীরবে এসো,
বলবোনা কিছু, ধরবোনা পিছু
শুধু মিছে ভালোবেসো।

 

 

 

(২৫ জৈষ্ঠ্য, ১৪২২)

0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ