সুখ

আলমগীর সরকার লিটন ৫ ডিসেম্বর ২০২০, শনিবার, ০২:৩০:১১অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

আদর মাখা প্রহরগুলো হাতছানি
দূরের কোন পথ হয়েছে-সুখের অন্তদহন
আজ শুধু বালুচর জেগেছে! রক্ত ঘ্রাণ
ছড়িয়ে পথ খুঁজেছি যত বার হেঁটেছি-
রক্তাক্ত জীবন্তলাশ হয়েছি! বিবেক দ্বার

শূণ্য মেঘেই বন্ধ করেছো কারণটা অজানা;
তবুও অনুভবে আদর মাখা ঘ্রাণ নেই
জোছনা সলকে কিংবা ঘুটঘুটে অন্ধকার!
অতঃপর খুল দ্বার চেয়ে দেখো আলোকময়-
রঙধনু রঙ দেখো সমস্ত ভাবনায় পাবে সুখ।

২০ অগ্রহায়ণ ১৪২৬ ০৫ ডিসেম্বর ২০

----------------------------------------

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ