সুঁতির দীঘল প্রেম

হালিম নজরুল ২০ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ১০:২২:১৭পূর্বাহ্ন কবিতা ৩১ মন্তব্য

 

পৃথ্বী বাড়ি খুঁজতে শাড়ি হাঁটছি দীঘল পথ
স্বপ্ন আঁকা পথটি বাঁকা একটি মাখা নথ
নথের ধারে অচীন পারে মায়াবতীর চর
চরটি জুড়ে সোনায় মুড়ে বিষম প্রীতির ঘর
ঘরের মাঝে সকাল-সাঁঝে বাস করে এক পাখি
যার ভরসায় মন হরষায় অনন্তকাল রাখি
পাখির গায়ে নিটোল পায়ে নুপুর বাজে বেশ
তারই ছন্দে মন আনন্দে নাচছে হৃদয়দেশ
হৃদয়গাঙে স্বপ্নরাঙে শাড়ির ছোঁয়া নাচে
সে রঙ ঘ্রানে পাগল প্রাণে অষ্টপ্রহর বাঁচে
নিটোল বোনা চতুষ্কোণা শাড়িই হীরামতি
পরিয়ে তাকে স্বপ্নে ডাকে যোগ্য অরুন্ধতী
শাড়ির ভাঁজে কারুকাজে সুঁতির নীরবতা
প্রেমের লেখা যায় না দেখা অসীম গভীরতা
রঙিন পাড়ি সুঁতির শাড়ি একটুখানি দূরে
টায়রা কাছে পায়রা যাচে আগমনীর সুরে
প্রেমের ছাঁচে হৃদয় নাচে উছলে ওঠে মন
আসছে প্রিয়া ভাসছে হিয়া স্বপ্ন সারাক্ষণ ।

****--------------------------------------****

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ