সিনেমা হলে

রিতু জাহান ৭ জুন ২০১৬, মঙ্গলবার, ১২:২৮:৫১অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

বাড়ির বড় বোনগুলো খুব অত্যাচারি হয় মনে হয়। ওরা যা ইচ্ছা তাই করে, ছোট বোনগুলোরে পাত্তাই দেয় না। কতো যে জেদ করতে হয়, তাদের সাথে কোথাও যাওয়ার জন্য তার হিসেব নেই । তবুও নিতে চায় না এই বড় বোনগুলো কোথাও বেড়াতে। রীতুর ছিল ফুফাত, খালাত ও নিজের মিলায়ে কয়েকটা বড় বোন। ওরা কোথাও নিতে চাইত না আমাকে। আমিও কম জিদ করতে ছাড়তাম না, আমায় না নিলে আব্বাকে বলে দিব। ব্যাস কাজও হয়ে যেতো। একবার ওরা ঠিক করল সিনেমা দেখতে যাবে। তিনটা থেকে ছয়টা শো। আমিও জিদ ধরলাম ওদের সাথে যাব। ওরাও নিবে না ঠিক করলো। কারণ আমাকে ওরা নিয়ে গেলেও আব্বাকে বলে দিব, না নিয়ে গেলেও বলে দিব। আর সিনেমা দেখার কথা জানতে পারলে,আব্বা  সবগুলোকে দিবে ধ্যাতানি। ওরা দুপুরের খাওয়ার পর রেডি হয়ে রিক্সা নিয়ে বের হইছে। ওরা আমাকে ঘুমাতে বলে বের হয়ে যায়। আমিও পিছন পিছন দৌড়াতে থাকি। অনেক দূর যাওয়ার পর, ওরা আমাকে রিক্সায় তুলে নেয়। আমি চোখ মুছতে মুছতে যেতে লাগলাম। এই প্রথম আমার সিনেমা হলে যাওয়া। *সবুজ সাথী* সিনেমার নাম। কিন্তু এখানেও আমার জিদ শুরু হল। আমি সবার সামনে বসব। আপা বুঝালো অনেক। কে শোনে কার কথা! সামনেই বসব। আপা দিলও গাল টানা। শুরু করে দিলাম আরো কান্না। বাধ্য হয়ে আপা আমাকে সামনে বসতে দিল। সিনেমা শুরু হল, সিগারেটের গানের এ্যাড দিয়ে। ওরে বাবা এতো বড় টিভি ! আমি তো বসেছি একেবারে সামনে। একবার আমি বামে তাকাই একবার ডানে তাকাই। পুরো পর্দার ছবি ভালমতো আর দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ পর মাথাব্যথা শুরু হল। এখন জিদ ধরলাম বাসায় যাওয়ার। এবার চুলটানা খাইলাম। বাসায় এনে দিলো আরো কিছু উত্তম মাধ্যম।

প্রথম সিনেমা দেখার অভিজ্ঞতা তাই কখনো ভুলিনি।

 

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ