dream paintings

 

প্রবেশক (১): আকাশের ঠিকানায় চিঠি লিখো

প্রবেশক (২): ভালো থেকো তোমরা সবাই

“...এই যে মানুষ! ঘুমোচ্ছো তো বেশ!
রাত্রি জেগে আমার কাছে পত্র লেখা শেষ!
চাই না বুঝি ফেরৎ চিঠি! চাই না কি উত্তর?
হারিয়ে গেছি তাই বলে কী এতোই হলাম পর!
শোনো জনাব শোনো,
এমন চিঠির উত্তরে চুপ যায় না থাকা জেনো;
রইলে নীরব বলবে খারাপ লোকে;
অনেক ভেবে স্বপ্ন হয়ে এলাম তোমার চোখে!
বন্ধ করো চোখের তারার সকল মিটিমিটি,
এই যে দিলাম উত্তরে এক ছন্দে লেখা চিঠি-
সালাম নিও চিঠির শুরুতেই,
ভীষণ খারাপ লাগছে বুঝি কারণ আমি নেই!
ভাবছো বুঝি খারাপ লাগে শুধুই তোমাদের!
আমার মনে কষ্ট কতো কেউ কী পাবে টের!
এত্তোটুকুন মেয়ে আমার, মায়ের নাড়ির ধন!
আমার চেয়ে কেউ কী বেশি বুঝবে মেয়ের মন?
মন দিয়ে খুব শোনো আমার কথা,
হোক যেভাবেই আমার মেয়ে পায় না যেনো ব্যথা!
বিশেষ করে রাখবে খেয়াল মেয়ের প্রতি এই,
বুঝতে যেনো না পারে সে মা তার বেঁচে নেই!
এই যে বোকা লোক,
যত্ন করে অনেক দূরে রাখবে তোমার শোক!
সকল কিছু লুকিয়ে রাখার দায়িত্ব নাও মনে,
খুব সাবধান! আমার বিষয় রাখবে সংগোপনে!
তোমার কাছে এই নিবেদন থাক,
চাই না মেয়ে মা-হারানোর কষ্টটুকু পাক!
মেয়ের প্রতি যত্ন নেবে লেখাপড়া, খাবার,
খেলনা, জামা... যা চায় দেবে ‘কিন্তু’ কিসের আবার?
আমার মেয়ে রাজকন্যা আদর দিও তাকে,
বলবে যেনো সারাজীবন না ভুলে যায় মাকে!
নিজের কথা বলবে সাথে তোমার কি নেই মুখ?
এমন বড়ো মনের বাবা পাওয়ায় ভীষণ সুখ!
এই দেখো জল আসছে দুচোখ ভরে,
এমন বোকা মানুষ রেখে থাকবো কেমন করে!
যত্ন নেবে নিজ শরীরের প্রতি,
তোমার শরীর খারাপ হলে মেয়ের যে দুর্গতি!
রইলো মেয়ে তোমার কাছে একা;
আজকে বিদায়, যাচ্ছি, আবার স্বপ্নে হবে দেখা!
লাগছে ভেজা দুচোখ? আমি আসবো বারেবারে!
সময় পেলে পত্র দিও রাতের অন্ধকারে!...”

ছবি: সংগৃহীত

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ