সমুদ্র জেগে থাকে

ছাইরাছ হেলাল ২০ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার, ০৬:৫১:৫৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

প্রশস্ত সমুদ্র প্রশান্ত হয়ে শুয়ে আছে, লম্বালম্বি, আড়াআড়ি বা গোল হয়ে,
চাঁদ-বুকে বালিয়াড়ি ছোঁয়া-ছুঁয়ি করে, আধো-আধো ঘুম-জাগরণে,
ভাবে,
উন্মত্ত জোয়ারে-রণে-রমণে কতকাল থেকেছি একসাথে একপাশে,
জোয়ার এখন ভাটায় নেয় টেনে, তবুও দূরে কেন?
কাছে এসো,
মাথা তুলে স্নিগ্ধ কণ্ঠে বলে
কে, কে ওখানে? এসময়ে?
‘আমি রাত্রি’;

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ