সন্ধ্যাতরু

রিতু জাহান ৩০ মার্চ ২০১৯, শনিবার, ০৮:৪০:৪৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

যান্ত্রিক অত্যাচারে ছিঁড়ে যাওয়া অনুভূতির তন্ত্রীগুলো অপেক্ষায় থাকে পৃথিবীতে নেমে আসা সন্ধ্যার ছায়ার।

সন্ধ্যার ছায়া প্রসারিত হয়,
সম্মুখ সুদৃশ্য বাগান সন্ধ্যার স্নিগ্ধ আলোয় সেজে ওঠে
শিশিরে ভিজতে থাকে নানান আকারের ছায়াতরু
সতেজতায় সেজে ওঠে গুল্মের সবুজ গালিচা।

আমার রাতের সকল প্রহরে তোমাকে দেখার এক আকুলতা আছে।
রাত্রির কিছু প্রহর কেটে যায় পলকহীন।
এ বারান্দর প্রতিটা কোণা জানে কখন কোন দীর্ঘশ্বাস বের হয়ে আসে
সে দীর্ঘশ্বাসের দীর্ঘতা কতোটা গভীর
তার সাক্ষী রয় ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হয়ে আসা চাঁদের আলো ও ভোরের উজ্জ্বল নক্ষত্র।
সাক্ষী থাকে মোরগ ডাকা ভোরের নীরাবতা, নক্ষত্রের উজ্জ্বলতা, মৃদুমন্দ বাতাস।

আমি জানি না কি করে চোখের ব্যবহার করতে হয়
কি করে তাকিয়ে তোমাকে অনুভব করা যায়
শুধু জানি চোখের অতলস্পর্শে তোমাকে অনুভব করা যায়।
অপলোক তাকিয়ে বলা যায়, কতোটা ভালবাসি শুধু তা পড়ে নিও।

রাতের দ্বিপ্রহরে পূর্ণ চাঁদ যখন তোমার মুখের উপর পড়ে
আমি তখন তোমায় অপলোক চোখে দেখছি বুঝে নিও
পাশ ফিরে খুঁজে নিও আমায়।
যদি টের পাও একটা পাপিয়া উড়ে এসে বসেছে কাছে কোথাও
তার পাখায় পাখায় আমার প্রেম বিলানো।

,,রিতু,,,কুড়িগ্রাম

 

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ