সখি ভালবাসা কারে কয়

সঞ্জয় কুমার ৩০ মে ২০১৪, শুক্রবার, ১২:৩১:৩৮অপরাহ্ন বিবিধ ৮ মন্তব্য

প্রেম কি ???

এই প্রশ্নের সহজ সর্বজন গ্রাহ্য উত্তর আজও কেউ দিতে পারেনি

কারণ একেক জনের কাছে এর ব্যাখ্যা একেক রকম

তবে একটা বিষয়ে সবাই একমত যে প্রেমের সংগা এক কথায় প্রকাশ করা সম্ভব নয় ।

আমার মনে হয় প্রেম হল একটা মানুষিক রোগ (প্রচলিত ভাষায় প্রেম রোগ)

এই রোগে আক্রান্ত রা বাস্তব থেকে কাল্পনিক জগতে নিজেদেরকে বেশী সুখী মনে করে

তাঁদের পৃথিবী টা ক্রমশ দুজনের মাঝে সিমাবদ্ধ হয়ে পড়ে

প্রেমের প্রতীক হার্টের প্রতিকৃতি টাও কাল্পনিক । মানুষের মন ভাললাগা মন্দলাগা এগুলো রিদয় নয় মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে

পাগল রা কিন্তু ব্যাক্তি জীবনে অনেক সুখী । তাঁরা বাস্তব দুনিয়াতে মূল্যায়ন না পেলেও তাদের নিজস্ব কল্পনার
একটা পৃথিবী গড়ে তুলেছেন যেখানে তাঁরা যথেষ্ট সুখী

প্রেমিক প্রেমিকাদের অবস্থাও তেমন তাঁরা দুজন দু জন কে নিয়ে একটা কল্পিত জগত তৈরি করে

ওটাই তাদের স্বপ্ন স্বর্গ

তাহলে এই কল্পিত ধারণাটি কোথা থেকে আসল ? এবং প্রচলিত হল কিভাবে ?

সহজ হিসাব রোমিও জুলিয়ট রাধা কৃষ্ণ কালিদাস রবি ঠাকুর নজরুল হুমায়ুন আহম্মেদ

সস্তা প্রেমের নাটক বা ছিনেমা প্রেম নির্ভর গল্প উপন্যাস এগুলো ই প্রেমের ধারক এবং বাহক ।

এসবে প্রেম কে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে লোভনীয় করে আমাদের সামনে প্রকাশ এবং প্রচার করে ।
অবশ্যই ব্যাবসার স্বার্থে

তবে কি আমাদের জীবনে প্রেম ভালবাসার কোন প্রয়োজন নেই ??

হ্যাঁ আছে ।

মানুষের অন্যসব চাহিদার মত এটারও প্রয়োজন আছে ।

তবে এটা নিয়ে এত বেশী সময় নষ্ট করার কোন প্রয়োজন নেই ।

যতটুকু না হলেই নয় ঠিক ততটুকু

অপরিণত বয়েসের প্রেমে অনেক ছেলে মেয়ের জীবন নষ্ট হয়েছে এখনো হচ্ছে

অথচ এই প্রেম টাকে আরও সরল সাধারণ ভাবে উপস্থাপন করা যেত ।

ভেবে দেখুন আপনি প্রেমের প্রথম কনসেপ্ট টা কিভাবে পেয়েছিলেন ?

টিভিতে ছিনেমা দেখে বা কোন উপন্যাস থেকে

এরা পণ্যের মত প্রেমের বিজ্ঞাপন দিয়েছে আর আপনি তাতেই উদ্ভুদ্ধ হয়েছেন

অনেকে প্রেমের সাথে মিশায়েছেন শরীরি ভাষা

প্রচলিত সম্ভোগের ব্যাপারটা একটু মার্জিত করে উপস্থাপন করা আর কি ।

আবার অনেকে প্লটনিক লাভ বা দেহাতীত প্রেমে বিশ্বাসী

সব শেষে একটা কথাই বলব আপনার জীবন কিভাবে সাজাবেন সেটা অবশ্যই আপনার ব্যাক্তিগত ব্যাপার

শুধু মনে রাখবেন

জীবনের জন্য প্রেম
প্রেমের জন্য জীবন নয় ।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ