সকালের ২০১৫

বনলতা সেন ৩১ ডিসেম্বর ২০১৪, বুধবার, ০৩:৪৮:২১অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৬ মন্তব্য

এ সময়ের শেষ প্রান্তরে দাঁড়িয়ে ফিরে দেখি ফেলে আসা,হাতছানি দিয়ে ডেকে নেয়া সোনালী সকাল রক্তাক্ত বিকেলে।হিসেববিহীন শূন্য চোখে চোখ ফেলি নিঃসীম আকাশে মেঘের ডানায়।জেগে দেখা স্বপ্নে বিভোর হই,হে সকাল কুয়াশার শীত ঠেলে আলো দাও,আলো হও পরীবানুর সজল চোখের আনন্দবানে বেজে ওঠা কাঁচের চুড়িতে।
ডান বাম-হীন ঘড়ির কাটা এক ফুঁ এ নিভিয়ে দিয়ে ভাবনার চামচে উল্টে-পাল্টে দেখি কুরুশকাঁটায় বোনা স্মৃতিঘন্ট মরিচ চোখের হাসি-কান্নার ছলে। তবুও ফিরে আসি,ফিরে ফিরে দেখি শার্সির পর্দা সরিয়ে কাচ বিরতির শেষে।

সকালশেফালীর গন্ধ শুঁকে খঞ্জনার গান শুনি,ভাবনায় চোখ ফেলে রাখি কুটুম বাড়ির পিঠে-পায়েসের আশায়।
স্বাগত হে শিশির-সকাল ২০১৫

0 Shares

৪৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ