শ্রেষ্ঠ জাতি মানব মোরা
হিংসা দ্বেষে মনটা ভোরা
তাতে হয় কি ভালো,
পাপে পাপে ধরার বুকে
মনে করে আছে সুখে
তাদের জীবন কালো।

হিংসা দ্বেষে মানব কূলে
জীর্ণ শীর্ণ পাপের  ভূলে
অনুতাপে তেজে,
কারো কভু পাপের কথা
মন জাগে কি যথাতথা
অশ্রু গঙ্গায় ভেজে।

হিংসা দ্বেষ ভাই নাহি করো
সত্যের পথটি আঁকড়ে ধরো
ভ্রাতৃত্বের ওই বন্ধন,
আল্লাহ নবীর আদর্শ মেনে
চলো তুমি সবি জেনে
অনুতাপে নন্দন।

রচনাকালঃ
২৬/০৭/২০২১

৪+৪/৪+৪/৪+২
---------------------------
শিক্ষিত হও
জাহাঙ্গীর আলম অপূর্ব

শিক্ষিত হও খোকা সোনা
দূর করো সব কালো,
আঁধার ভেদে ছিনে আনে
ধরার বুকে আলো।

অজ্ঞতার ওই কালো ছায়া
দূর করিবে তুমি,
মাতৃ সম তোমার খোকা
মাতৃ জনম ভূমি।

জাগাবে হে নবীন সমাজ
দেখাবে আলোর মেলা,
যা দেখে সব খেলবে সদা
নতুন আলোর খেলা।

পৃথিবীর সব জরাজীর্ণ
কাটাবে যে খোকা,
বৃথা সময় নষ্ট করলে
হবে তুমি বোকা।

নতুন নতুন স্বপ্ন গুলো
নিবে তুমি কিনে,
তোমার কাছে আসবে সবে
স্বপ্ন কিনতে দিনে।

রচনাকালঃ
২৭/০৭/২০২১