শেষ-প্রহরের ভূষণ

সুপর্ণা ফাল্গুনী ৩ জুন ২০২০, বুধবার, ০২:৫৯:৫৬অপরাহ্ন কবিতা ৩১ মন্তব্য

শাপলা-শালুক ঢেউয়ের বুক চিড়ে রাতের আঁধারে
কানামাছি খেলে মিঠাপুকুরে নির্ঘুম মীনদের সঙ্গী করে।
আঁধারের প্রদীপ-শিখা তারার ফুলে নীলাম্বরের সেতারে
বিনিদ্র রাগ-রাগিনীর মৃদু ঝংকার ;
উর্বীরুহের শাখা-প্রশাখে ক্লান্ত-শ্রান্ত পাখ-পাখালির গার্হস্থ্য-জীবিকা;
প্রেতাত্মারা উঁকি ঝুঁকি দিয়ে যায় আলো-আঁধারির খাঁজে-ভাঁজে।

ব্যক্ত/অব্যক্ত পংক্তিমালা;
মনের সংকীর্ণতায় সবকিছু প্রকাশিত/অপ্রকাশিত -
গোলকধাঁধার চক্করে ঘূর্ণিপাকে ঘূর্ণায়মান।

মনন-দ্বার লৌহ-শিকলে আবদ্ধ;
নিকৃষ্ট পাখির কা-কা-কা স্বরে ব্যঞ্জন সুর সাধিয়া;
অশনি সংকেতের ধ্রুপদী ছুঁয়ে যায় কর্ণ-গহ্বরে।
চিত্ত হয়ে ওঠে ব্যাকুল-
কিসের দুন্দুভি বেজে যায় নিদ্রালু ভাবনার আকাশে!
ঈশানে ক্ষীণ রক্তিম আভা, আঁকিউঁকি নব-স্বপ্নের ভূষণ।

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ