শুরু হলো আরেকটি বিজয়ের অপেক্ষা

আরাফ কাশেমী ১২ এপ্রিল ২০১৫, রবিবার, ১২:০৮:২৬পূর্বাহ্ন বিবিধ ১৪ মন্তব্য

সোহাগপুরের ধূসর মাটি লাল রক্তে ভিজে সেদিন কালো হয়ে ছিলো,এখানে ওখানে পড়ে ছিলো ছিন্নভিন্ন লাশের মিছিল,ইতিহাসে যোগ হয়েছিলো আরো একটা গণহত্যা।রামনগর গ্রাম থেকে হারিয়ে যাওয়া বদিউজ্জামান এর লাশ ভেসে উঠেছিলো সেদিন পানিতে।যুদ্ধ না করেও মোঃ লিয়াকত আলীর রোজা মুখে মরতে হয়েছিলো সেদিন শুধু মুক্তিযুদ্ধের পক্ষে বলে,অধ্যক্ষ আব্দুল হান্নান কে সেদিন জুতার মালা গলায় করে নগ্ন হয়ে ঘুরতে হয়েছিলো।পেয়ারা পাকিস্তান রক্ষার জন্য সেদিন ঝাঁঝরা করা হয়েছিলো গোলাম মোস্তাফার বুক।ব্রহ্মপুত্র নদের বুক চিরে ৬টা লাশ ভেসে উঠেছিলো সেদিন যার মাঝে একটি ছিলো টেপা মিয়ার বড় ছেলে জহুরুল ইসলামের।

 

 

ভাত খেয়ে চেয়েছিলো আজাদ খেতে পারেনি সেদিন,তারপরের ১৪টা বছর ভাত না খেয়ে আর মাটিতে ঘুমিয়ে কেটেছে আজাদের মা সাফিয়া বেগমের।স্বাধীন দেশের হয়ে ক্রিকেট খেলাতে ওপেন করতে চেয়েছিলো জুয়েল সেদিন বিনিময়ে ক্ষত থাকা আঙ্গুল গুলোকে ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ করা হয়েছিলো সেদিন।তারপর ও তারা পরাজিত হয়েছিলো সেদিন কিন্তু আমরা সত্যিকারের জয় পাইনি তারা বিনা বিচারে বেঁচে ছিলো বলে।

 

 

স্বাধীন দেশে এসব কথা জেনে কিছু ছেলে কাঁদতে কাঁদতে লেখালেখি শুরু করলো।শুরু হলো বাংলা ব্লগের যুগ সেখানে ও পৌছে গেলো পরাজিত দালাদের হাত স্বাধীনভূমিতে আবর্জনা হিসেবে দাঁড়িয়ে থেকে গালি দিলো আমার সূর্য সন্তানদের আরো একটি বার সাথে বললো " “পারলে টেরাবুনাল বানিয়ে আমার বাপরে ঝুলাইস"।সময়ের চাকায় গতি বাড়িয়ে আমরা দেখিয়েছি বিচার করে ঝুলিয়ে দেখিয়েছি।

 

 

বেলা ঘুরতে ঘুরতে স্বাধীন বাংলাদেশ পার করলো ৪৪ টি স্বাধীনতা দিবস আর ৩ বারের মত বিজয় অর্জন করলো পরাজিত শক্তির বিরুদ্ধে প্রথম টা সেই ৭১ এ,পরেরটা ১৩ তে,সবশেষ আজকে।পরাজিত শক্তির বিরুদ্ধে পরবর্তী জয়ের অপেক্ষায়,যে জয়টা বাঙালাদেশের আজ বড্ড দরকার।আজ আমরা আবার প্রমানিত করলাম এক হয়ে দাঁড়ালে কেউ আমাদের রুখতে পারেনা তাই পরের বিজয়ের অপেক্ষায়......

 

"জয় সত্যেরো জয়,জয় প্রেমেরো জয়
জয় মুক্তি বীর সেনানীর জয়"

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ