শুধুই কুয়াশা

ছাইরাছ হেলাল ২৩ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ০৯:৪৮:০২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

 

কুয়াশা ভেজা হৃদয়ে ভাবনারা ভেসে আসে
অতীত থেকে বর্তমান ছুঁয়ে, ঐ দূর অবধি;
ছুঁয়ে যায়, ছুঁতে চায়, না-ছোঁয়া দূরত্বটুকু;

তবুও দূরত্ব দূরত্বেই থেকে যায়
আড়-চোখে তাকানো বরাবরের মত;
এটাই নিয়ম, এটাই হয়ত নিয়তি,
থাকা না-থাকার জটিল আবর্তে;

পাপ পুণ্যের প্রান্ত সীমায় নেই কোন সুগন্ধ-অতীত,
শুধুই অসীম অখণ্ড নীরব- লেখাজোখা,
অনিন্দ্য সুখ-পাঠ বিচ্যুতির মত ঠায় দাঁড়িয়ে আছে
পূর্ণগ্রাস ঘুমের অন্দর মহলে।

ছবি নেটের।

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ