শীত আসে শীতে

ছাইরাছ হেলাল ১২ ডিসেম্বর ২০২১, রবিবার, ০৩:৩২:১৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

 

এখন এখানে (তখন-ও) চাওয়ার কিছু ছিল না,
দিকচক্রবালে-ও না,
পাওয়া পাওয়া গুলো উত্তাল উত্তাপ পায়নি
এখন-ও তখন-ও;

তবুও
হৃদয় থাকে, হৃদয় আছে বলেই,
সকালে সকাল আসে, সন্ধ্যায়-ও সকাল আসে,
আসে দেরি করেও;
নিরন্তর এই আসা আসা, যাওয়া যাওয়া,
আসা-যাওয়ার ছলে, ছল করে;

তবুও আমরা আসি, যাই-ও,
নূতন নূতন করে আসি, যাই, আসি-ও না, যাই-ও না।

সময়ের সীমান্তে দাঁড়িয়ে অফুরান নিস্তব্ধতার ধীরতা,
আধারের আঁচ নিয়ে, পা-ফাটা শীতের প্রত্যাশা,
মায়াবীর মোহন উরু ঘেঁষে।

ছবি নেটের।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ