শীতহেঁসেলের রাত্রি

ছাইরাছ হেলাল ৩০ জানুয়ারি ২০১৭, সোমবার, ০৬:৫৫:৪৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

 

রাত্রি, কেন নিঘুম হও! অন্য কিছু কেন নও?
তুমি কী ঘুমের নিঘুম সঙ্গী!
রাত্রি হেঁকে যায় ঘুম থেকে অঘুমে;

এই যে
ক্রমাগত বয়ে যাওয়া, সয়ে সয়ে যাওয়া
সাথে সাথে যাওয়া, হিম হিম স্রোতের দুঃসহতা!
এ কোন্‌ রাত জাগা! ঘুম প্রহরের মাথা কুটে মরা!

তবুও
ঘুমেরা আসে আসবে এলোমেলো পায়ে, কালে ভাদ্রে
এই নিভৃত রাত্রির শিয়রে আলতো পায়ে
শিশিরের শিশিরশব্দতায়,
ভেজা চোখের নিবিড় কটাক্ষে
হাসবে শিশিরসূর্য চকচকে দাঁত মেলে;

বজ্জাত বেহেড মাতাল রাত্রি, রাত্রিতরঙ্গে কেঁপে কেঁপে
পৌঁছে যায় না-ছুঁই-ঘুম না-ছুঁই-অঘুম সাকোঁতে;
বুক ফাটা তৃষ্ণার নিপুণ নটী তৃষ্ণা নিবারণ, জোড়া পানীয়তে,
খুব চুপে চুপে, স্তব্ধ কিন্তু উত্তাল উনুনে, সুনসান নীরবতায়।

এসো রাত্রি
শীতহেঁসেলের সৌরভে নিবিড় আলিঙ্গনের জোড়া চোখ মেলি,
ঝিনুক চোখে বনজ্যোৎস্নার স্বপ্নাকাশে স্বপ্নচোখ আঁকি;

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ