শিরোনাম সংকটে …

শুন্য শুন্যালয় ১৬ নভেম্বর ২০১৩, শনিবার, ০৭:৩১:২৮পূর্বাহ্ন ছবিব্লগ ২২ মন্তব্য


পিপীলিকা আজ পথ খুঁজে নেয় আঁকাবাঁকা,
কেউ শুধায় না কোথা যাও একা একা..
ঐ ফুল আজো ফোটে বনে, যায় সে মধু আহরনে,
তবু থমকে দাঁড়ায়, যদি পায় কারো দেখা.....


এক যে ছিলো উদাসী...
সুর তার এলোমেলো, মন তার আলাভুলো
দুপুর রোদে গল্প বলি রোজ,
আমি আর উদাসী, দুজন যেনো মন ভুবনের সন্ন্যাসী......


ছায়া ছায়া গোলাপ জড়ায় কিসের মায়ায়,
ছায়া সরে যায়, শুধু মায়া রয়ে যায়
রঙিন গোলাপ নতুন রঙে রাঙায়,
রঙও ঝরে যায়, তবু রঙের তুলি যেনো রয়ে যায় ...


আকাশে তাকানো মানা,বারন শোনেনা মন পথিক
নিয়ম মানায় বাধ্য করে রেড সিগন্যাল এর ট্রাফিক...


দিন যায় কথা থাকে
ফুল ঝরে যায় তবু স্মৃতি রাখে,
কথারা ফুরাবে যেদিন,
স্মৃতিরাও হারাবে হয়তো কোন বাঁকে ......


u and me raindrop
will be high in the sky top
lets play with the scissor
all sorrows go away, crop crop crop....


এটা কি কোন ফানি পোস্ট? নটি বিল্লি  :p

 

বিঃদ্রঃ আমার কিছু প্রিয় ছবি নিয়ে এই পোস্টটি উৎসর্গ করলাম জিসান শা ইকরাম ভাইকে, যার ইচ্ছের হাত ধরে আমি সোনেলায় এসেছি, লেখার জন্য প্রথম অনুপ্রেরনা পেয়েছি ... ধন্যবাদ আপনাকে ভাইয়া...

ফেসবুকের একটি পোস্টে রেইন ড্রপের ছবিটা দিয়েছিলাম, লিখাটা ইংরেজিতে ছিল, ওটা আর পরিবর্তন করতে ইচ্ছে হলোনা... এখানে ইংরেজি লেখা বারন, আশা করি কেউ কিছু মনে করবেন না, করলে খবর আছে , হুম 🙂

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ