শহর

রুদ্র আমিন ৬ অক্টোবর ২০১৪, সোমবার, ১১:০৯:২১অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

হারালে কিংবা কষ্ট পেলেই মানুষ চেনা যায়…
হারানোর ভয়ে প্রতিদিন
স্বপ্ন দেখে বেড়াই…
হারালে কিংবা কষ্ট পেলেই মানুষ চেনা যায়…

ইট পাথরে গড়া শহরের মানুষ গুলো
ইস্পাতের ন্যায়,
ভালবাসা কিংবা সহানুভূতি
খুঁজে পাওয়া দায়,
মানুষগুলো আজ স্বার্থের কাঙাল
শহর সে সুখের জাহান্নাম।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ